BSNL Offer: BSNL অফারে বদল, ৩৯৮ টাকার প্ল্যানে আর পাওয়া যাবে না আনলিমিটেড ডেটা!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
এখন প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা দেওয়ার পরিবর্তে, কোম্পানি শুধুমাত্র ১২০ জিবি ডেটা দেবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL তাদের ব্যয়বহুল রিচার্জ প্ল্যান পরিবর্তন করেছে। এখন ৩৯৮ টাকার এই প্ল্যানে ইউজাররা ডেটা কম পেতে চলেছেন। বিভিন্ন সুবিধা কমিয়ে দেওয়ার ফলে, এই প্ল্যান বর্তমান সময়ে ব্যয়বহুল হয়ে উঠেছে। কোম্পানি এই প্ল্যানের সঙ্গে পাওয়া আনলিমিটেড ডেটার সুবিধা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখন BSNL ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন না।
টেক পোর্টাল TelecomTalk-এর তথ্য অনুযায়ী, BSNL ৩৯৮ টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটার পরিবর্তন করেছে। এখন প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা দেওয়ার পরিবর্তে, কোম্পানি শুধুমাত্র ১২০ জিবি ডেটা দেবে। ৩৯৮ টাকার এই প্ল্যানে আনলিমিটেড ডেটার সুবিধা দেওয়া হত। এই প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য থাকে। কোম্পানির এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন এর ব্যবহারকারীরা। আনলিমিটেড ডেটার পরিবর্তে কোম্পানি এখন বাল্ক ডেটা দেওয়ার পরিকল্পনা করেছে।
advertisement
advertisement
কী থাকছে নতুন পরিকল্পনায় -
সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সম্পূর্ণ অপর্ত্যাশিত ভাবে এই প্ল্যান পরিবর্তন করেছে এবং শুল্কও বাড়িয়েছে। পরিবর্তনের পরে, BSNL-এর ৩৯৮ টাকার প্ল্যানটি এখন ৩০ দিনের জন্য বৈধ হবে। এর সঙ্গে ১২০ জিবি ডেটা পাওয়া যাবে। সম্পূর্ণ ডেটা ব্যবহার করার পরে, গতি ৪০ Kbps-এ নেমে আসবে। তবে এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এখনও রয়েছে। এছাড়াও প্রতিদিন ১০০টি SMS দেওয়া হবে।
advertisement
এখন এই প্ল্যান ব্যয়বহুল বলে মনে হচ্ছে -
কোম্পানির পক্ষ থেকে এই পরিবর্তনের পরে, ৩৯৮ টাকার এই প্ল্যানটি এখন ব্যয়বহুল হয়ে উঠেছে। যেখানে Jio এবং Airtel তাদের গ্রাহকদের 5G নেটওয়ার্কে যাওয়ার জন্য সীমাহীন ডেটা অফার করছে, অন্য দিকে BSNL-এর পদক্ষেপ কোম্পানির ব্যবহারকারীদের হতবাক করেছে। ৩৯৮ টাকার প্ল্যানটি এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়েছিল। কিন্তু ডেটা সীমাবদ্ধতার পরে, ব্যবহারকারীরা এটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। যদিও, ৩৯৮ টাকায় ১২০ জিবি ডেটা পেতে প্রতি জিবিতে মাত্র ৩.৩১ টাকা খরচ হবে। কিন্তু একবার সম্পূর্ণ ডেটা শেষ হয়ে গেলে, ব্যবহারকারীদের আরও ডেটার জন্য ভাউচার কিনতে হবে, যা এক জিবির জন্য প্রায় ১৫ টাকা চার্জ করবে।
advertisement
কোম্পানি কি আরও একটি প্ল্যান চালু করবে -
সংস্থাগুলির মধ্যে চলমান সীমাহীন ডেটা যুদ্ধের মধ্যে BSNL-এর এই পদক্ষেপ সকলকে হতবাক করেছে। ব্যবহারকারীরা আশাবাদী যে কোম্পানি শীঘ্রই আনলিমিটেড ডেটা সহ আরেকটি প্ল্যান লঞ্চ করবে। কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনও পরিকল্পনার কথা কোম্পানির তরফে এখনও স্পষ্ট করে জানানো হয়নি। সুতরাং যাঁরা BSNL-এর এই প্ল্যানটি ব্যবহার করেন, তাঁদের আবার রিচার্জ করার আগে এর সব সুবিধা-অসুবিধা দেখা নেওয়া উচিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 5:40 PM IST