ভারতে Vivo এবার লঞ্চ করতে চলেছে নতুন X70 সিরিজের স্মার্টফোন, কী কী দুর্দান্ত ফিচার্স পাওয়া যাবে ?

Last Updated:

Vivo X70 Pro+ could be India's first smartphone to feature a Snapdragon 888+ SoC- সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের বাজারে তারা X70 সিরিজের মাত্র দু'টি ফোন লঞ্চ করতে পারে।

Vivo X70 series
Vivo X70 series
#কলকাতা: Vivo ভারতে তাদের X70 সিরিজের ফোন লঞ্চ করার কথা ঘোষণা করলেও, মনে করা হছে ভারতের বাজারে Vivo X70 সিরিজের সবক'টি মডেল লঞ্চ না-ও করা হতে পারে (Vivo X70 series India launch)। সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের বাজারে তারা X70 সিরিজের মাত্র দু'টি ফোন লঞ্চ করতে পারে। MoneyControl-এর খবর অনুযায়ী,  ভারতের বাজারে Vivo Vanilla X70 ফোনটি লঞ্চ নাও করা হতে পারে।
ভারতে সেপ্টেম্বরের শেষেই হয় তো Vivo X70 Pro এবং Vivo X70 Pro Plus এই দু'টি ফোন লঞ্চ করা হবে। খুব সম্ভবত সেই তারিখটি আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে ৷ Vivo X70 Pro এবং Vivo X70 Pro Plus এই ফোন দু'টো কি ছুদিন আগেই চিনে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে Vivo তাদের এই সিরিজের দু'টি ফোন লঞ্চ করলেও Vivo Vanilla X70 ফোনটি লঞ্চ না-ও করতে পারে। Vivo Vanilla X70 এই ফোনটিতে রয়েছে Dimensity 1200 SoC যুক্ত ৬.৫৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে।
advertisement
advertisement
Vivo X70 Pro এই ফোনটিতে রয়েছে এসওসি যুক্ত কার্ভড স্ক্রিন। ৫০ এমপি (MP) সোনি আইএমএক্স৭৬৬ভি (Sony IMX766V) প্রাইমারি সেন্সর (Primary Sensor) সহ ১২ এমপির আলট্রাওয়াইড লেন্স (Ultrawide Lens) এই ফোনটিতে রয়েছে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা (Potrait Camera) ২ এক্স জুম সহ এবং ৮ এমপি পেরিস্কোপ (Periscope) লেন্স ফাইভ এক্স জুম সহ।
advertisement
Vivo X70 Pro Plus ফোনটি ভারতের প্রথম স্মার্টফোন যাতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস এসওসি (Snapdragon 888+ SoC)। সবচেয়ে বেশি আগ্রহ এই ফোনটিকে ঘিরেই ৷ কারণ এই ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির কিউএইচডি প্লাস (QHD+) 3200X1400 পিক্সেলওয়ালা AMOLED কার্ভড ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে ৪,৫০০ এমএএইচ (mAh) ব্যাটারি যুক্ত ৫৫ ডবিউ (55W) ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ৫০ এম পি স্যামসা জিএনওয়ান সেন্সর (Samsung GN1 Sensor), ৪৮ এমপি সোনি আইএমএক্স ৫৯৮ (Sony IMX598) আলট্রাওয়াইড শ্যুটার, ৮ এমপি পেরিস্কোপ লেন্স ফাইভ এক্স অপটিকাল জুম সহ। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ১২ এমপি-র পোর্ট্রেট ক্যামেরা। এই ফোনের লেন্স জেডইআইএসএসটি অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং (ZEISS T* Anti Reflective Coating) যুক্ত, যা খুব কম ফোনেই দেখা যায়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে Vivo এবার লঞ্চ করতে চলেছে নতুন X70 সিরিজের স্মার্টফোন, কী কী দুর্দান্ত ফিচার্স পাওয়া যাবে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement