Business Opportunity: চাকরি ছেড়ে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, প্রতি মাসে হবে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় !

Last Updated:

এই ব্যবসা শুনতে অদ্ভূত মনে হলেও দারুণ লাভজনক (Profitable business) ৷ আর ভারতে ছাগল প্রতিপালন (Goat Rearing) যারা করেন, তারা অনেক টাকাই আয় করে থাকেন ৷

নয়াদিল্লি: আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য একটা দুর্দান্ত ব্যবসার প্ল্যান নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে ৷ যে ব্যবসা শুরু করলে আপনি প্রতি মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ ছাগল প্রতিপালন (Goat farming business) ব্যবসা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে ৷ এই ব্যবসা শুনতে অদ্ভূত মনে হলেও দারুণ লাভজনক (Profitable business) ৷ আর ভারতে ছাগল প্রতিপালন (Goat Rearing) যারা করেন, তারা অনেক টাকাই আয় করে থাকেন ৷
এই ব্যবসা আপনি নিজের বাড়ি থেকেই শুরু করতে পারবেন ৷ ছাগল প্রতিপালন তাই আর শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নেই ৷ এটি ব্যবসার দিক থেকেও এখনকার দিনে দারুণ গুরুত্বপূ্র্ণ ৷ ছাগল প্রতিপালনের মাধ্যমে দুধ, মাংসের মতো আরও নানা জিনিস পাওয়া যায় ৷
advertisement
advertisement
সরকার দেবে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি
এই ব্যবসা শুরু করা অনেকটাই সহজ ৷ এটি আপনি সরকারি সাহায্যের মাধ্যমে শুরু করতে পারবেন ৷ গ্রামাঞ্চলে পশুপালনে উৎসাহ দিতে হরিয়ানা সরকার ইতিমধ্যেই পশুপালককে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে ৷ অন্য রাজ্যসরকারগুলিও এই ভর্তুকির ব্যবস্থা করে থাকে ৷ কেন্দ্রীয় সরকার পশুপালনে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে ৷ যদি আপনার কাছে ছাগল প্রতিপালন শুরু করার জন্য প্রয়োজনীয় টাকা না থাকে, তাহলে আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন ৷ National Bank for Agriculture and Rural Development (NABARD) আপনাকে ছাগল প্রতিপালনের জন্য লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে ৷
advertisement
কত খরচ হতে পারে ?
এটি শুরু করার জন্য আপনার জমি, চারা, বিশুদ্ধ জল, প্রয়োজনীয় শ্রমিক, পশু চিকিৎসার ব্যবস্থা এবং বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার প্রয়োজন রয়েছে ৷ ছাগলের দুধ থেকে শুরু করে মাংস, সব কিছু বিক্রি করেই মোটা টাকা উপার্জন করতে পারবেন ৷ কারণ মাংসের পাশাপাশি ছাগলের দুধের চাহিদাও প্রচুর ৷ আর এই ব্যবসা কোনও নতুন কিছু নয় ৷ প্রাচীণ কাল থেকেই এটি চলে আসছে ৷
advertisement
কত টাকা আয় করতে পারবেন ?
ছাগল প্রতিপালন করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন ৷ একটি রিপোর্ট অনুযায়ী, ১৮টি স্ত্রী ছাগল (খাসি) দিয়ে মাসে ২,১৬,০০০ টাকা আয় হতে পারে ৷ পাশাপাশি পুরুষ ছাগল (পাঁঠা) দিয়ে ১,৯৮,০০০ টাকা পর্যন্ত আয় সম্ভব ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Opportunity: চাকরি ছেড়ে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, প্রতি মাসে হবে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় !
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement