হাফ প্যান্ট, হাওয়াই চটি পরে বাইক চালালে ফাইন হতে পারে! জেনে নিন নিয়ম

Last Updated:

Traffic Rules for Bikes: হাফ প্যান্ট, চটি পরে বাইক বা স্কুটি চালালে ট্রাফিক পুলিশ ফাইন করতে পারে কি না জেনে নিন।

#কলকাতা: রাস্তায় বাইক বা স্কুটার চালানোর সময় বিভিন্ন ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে কিছু নিয়ম ভাঙলে মোটা টাকা জরিমানা হতে পারে।
তবে গাড়ি চালানোর সময় ড্রেস কোড সম্পর্কে কী কী নিয়ম রয়েছে তা খুব কম মানুষই জানেন। আপনি প্রায়শই হাফপ্যান্ট বা চপ্পল পরা লোকেদের দুচাকার গাড়ি চালাতে দেখেছেন হয়তো। যদিও কিছু লোক এমন পোশাক বাইক চালানো ভুল বলে মনে করেন।
অধিকাংশ মানুষ সঠিক নিয়ম সম্পর্কে সচেতন নয়। আজ আমরা আপনার বিভ্রান্তি দূর করতে চলেছি। আসুন জেনে নিই কী কী নিয়ম রয়েছে এক্ষেত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন- বদলে যাচ্ছে WhatsApp! কেমন হতে চলেছে আগামী দিনের চেহারা, দেখে নিন এক নজরে
মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, ভারতে বাইক চালানো বা গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই সঠিক পোশাক পরতে হবে। নিয়ম অনুযায়ী, দুই চাকার চালকদের গাড়ি চালানোর সময় বুটজাতীয় জুতো পরা বাধ্যতামূলক। অর্থাৎ স্লিপার পরে বাইক বা স্কুটার চালালে আপনার ফাইন হতে পারে। আইন ভাঙলে এক হাজার টাকা জরিমানা হতে পারে।
advertisement
একইভাবে, বাইক চালানোর সময় চালককে ফুল লেংথ প্যান্ট/ট্রাউজার সহ একটি শার্ট বা টি-শার্ট পরতে হবে। যারা শর্টস পরে বাইক/স্কুটার চালান তাঁরা আইন ভঙ্গ করছেন। সেক্ষেত্রে ২০০০ টাকা জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন- Jio-র আকর্ষণীয় প্ল্যান! ৫০০ টাকার কমে রিচার্জ করুন পেয়ে যান দৈনিক ২ জিবি ডেটা
আসলে মোটরসাইকেল চালানোর সময় চালকের পা এক্সস্ট পাইপ এবং গরম ইঞ্জিনের পাশে থাকে। হাফপ্যান্ট পরলে আপনার পা মোটরসাইকেলের ইঞ্জিন এবং এক্সস্ট পাইপে লেগে পুড়ে যেতে পারে। আর তাই ফুল প্যান্ট ও বুট পরে বাইক চালানোর নিয়ম রয়েছে। তবে নিজের সুরক্ষার জন্যও ফুল প্যান্ট পরে বাইক বা স্কুটার চালানো উচিত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হাফ প্যান্ট, হাওয়াই চটি পরে বাইক চালালে ফাইন হতে পারে! জেনে নিন নিয়ম
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement