নতুন ইলেকট্রিক স্কুটার আনছে TVS! দাম কত হতে পারে দেখে নিন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
এমনিতে বিগত টানা ৪ মাস ধরে ইভি সেগমেন্টে রীতিমতো সেরা অবস্থানে রয়েছে এই ব্র্যান্ডটি। কারণ এর রয়েছে Bajaj Auto, Ola Electric, Ather Energyএবং Hero Vida-র মতো দুর্ধর্ষ পারফর্ম করা মডেলও।
কলকাতা : iQube ইলেকট্রিক স্কুটারের সাফল্য এখন আকাশছোঁয়া। আর সেই সাফল্যই যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছে TVS Motor Company। এমনিতে বিগত টানা ৪ মাস ধরে ইভি সেগমেন্টে রীতিমতো সেরা অবস্থানে রয়েছে এই ব্র্যান্ডটি। কারণ এর রয়েছে Bajaj Auto, Ola Electric, Ather Energyএবং Hero Vida-র মতো দুর্ধর্ষ পারফর্ম করা মডেলও। আর নেতৃত্বের স্থান বা শীর্ষস্থান ধরে রাখতে অক্টোবর-ডিসেম্বর নাগাদ একটি নতুন ইলেকট্রিক টু-হুইলার বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে TVS সংস্থা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই একই ত্রৈমাসিকে আবার সংস্থাটির তরফে একটি নতুন ইলেকট্রিক থ্রি হুইলারও আনা হতে চলেছে।
TVS Orbiter না কি Indus?
যদিও এই আসন্ন মডেলের বিষয়ে কোনও রকম তথ্য আনুষ্ঠানিক ভাবে ভাগ করে নেয়নি TVS। এটি এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্কুটার হতে পারে। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই মডেলের নাম হতে পারে TVS Orbiter অথবা TVS Indus। এর পাশাপাশি এ-ও জানা গিয়েছে যে, EV-one এবং O নামের ট্রেডমার্কের জন্য আবেদনও জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ফলে আসন্ন সাশ্রয়ী এই e-scooter-এর নাম কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
advertisement
advertisement
আরও পড়ুন- EV Scooter-এর রেঞ্জ নিয়ে দুশ্চিন্তায়? চিন্তা নেই, সিঙ্গেল চার্জেই বাড়বে রেঞ্জ, জেনে নিন
পজিশনিং এবং ফিচার:
কোম্পানির প্রোডাক্ট লাইনআপে iQube-এর তলাতেই থাকবে নতুন TVS ইলেকট্রিক স্কুটারটি। iQube-এর মতোই নতুন সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারটিতে থাকতে পারে একটি Bosch হাব-মাউন্টেড মোটর। যদিও 2.2kWh-এর তুলনায় কম ব্যাটারি ক্যাপাসিটি এবং কম শক্তিশালী ইলেকট্রিক মোটর থাকতে পারে এর মধ্যে। ফিচারের দিক থেকে দেখতে গেলে TVS Orbiter-এ লিমিটেড কানেক্টিভিটি ফিচার-সহ একটি বেসিক LCD কনসোল থাকতে পারে।
advertisement
প্রত্যাশিত দাম:
বর্তমানে TVS iQube পাওয়া যাচ্ছে মোট ৬টি ভ্যারিয়েন্টে। বেস 2.2kWh ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে ১.০৮ লক্ষ টাকা। আর এর টপ-এন্ড মডেল ST 5.1kWh ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১.৬০ লক্ষ টাকা (সমস্তটাই এক্স-শোরুম)। এই দাম দেখে মনে করা হচ্ছে যে, আসন্ন TVS Orbiter-এর দাম হতে পারে ১ লক্ষ টাকার আশপাশে। কিংবা তার থেকে কিছুটা কমও হতে পারে। আর এটি একবার বাজারে চলে এলে তা Ola S1X এবং Bajaj Chetak-এর লোয়ার ভ্যারিয়েন্টের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে। যাইহোক, আসন্ন সময়ে বা আগামী কয়েক মাসের মধ্যে নতুন TVS ইলেকট্রিক স্কুটারের বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 7:08 PM IST