দীর্ঘ ২০ বছরের যাত্রাপথ পূরণ TVS Apache-এর ! সেই উপলক্ষে কিছু লিমিটেড এডিশন বাইক লঞ্চ করল সংস্থা

Last Updated:

TVS Apache-An Icon Turns 20: দুর্ধর্ষ লাইনআপে কিছু লিমিটেড-এডিশন ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে – TVS Apache RTR 160, 180, 200 এবং TVS Apache RR310 ও RTR310।

TVS Apache RTR 160 4V and 200 4V special editions launched in India for 20th anniversary
TVS Apache RTR 160 4V and 200 4V special editions launched in India for 20th anniversary
সিদ্ধার্থ সরকার, বেঙ্গালুরু: টু এবং থ্রি-হুইলার সেগমেন্টের প্রথম সারির গ্লোবাল গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল TVS Motor Company। সম্প্রতি এই সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল টিভিএস অ্যাপাচে-র (TVS Apache) ২০ বছর পূর্তি হয়ে গেল। আর সেই উপলক্ষে এর দুর্ধর্ষ লাইনআপে কিছু লিমিটেড-এডিশন ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে – TVS Apache RTR 160, 180, 200 এবং TVS Apache RR310 ও RTR310। সেই সঙ্গে RTR 160 4V এবং RTR 200 4V-র নতুন, উন্নত মানের ট্রিমগুলির মাধ্যমে ভারতে স্পোর্টস মোটরসাইকেলের বেঞ্চমার্কও উন্নত করা হয়েছে।
এই লিমিটেড এডিশনের ফিচারের মধ্যে অন্যতম হল – একটি অনন্য ব্ল্যাক-শ্যাম্পেন-গোল্ড লিভারি, ড্যুয়াল টোন অ্যালয় হুইলস ও USB চার্জার এবং আরও নানা কিছু। নতুন 4V ভ্যারিয়েন্টটি বিদ্যমান TVS Apache RTR 160 এবং 200 লাইনআপের উপরে থাকবে। সেই সঙ্গে মিলবে LED DRL সমন্বিত কাটিং-এজ Class-D প্রজেক্টর হেডল্যাম্প, ভাইব্র্যান্ট অল-এলইডি লাইটিং, ৫ ইঞ্চি কানেক্টেড TFT ক্লাস্টার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, বোল্ড নতুন রঙ এবং ডায়নামিক গ্রাফিক্সের মতো ফিচার। এই আপগ্রেডের ফলে রাইডাররা দুর্ধর্ষ নিরাপত্তা, কানেক্টিভিটি এবং পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। যা ব্র্যান্ডটিকে বিশ্বের ৮০টি দেশের ৬৫ লক্ষেরও বেশি গ্রাহকের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।
advertisement
advertisement
TVS Apache রাইডাররা একটা উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছেন। যা প্যাশন এবং মোটরসাইকেল চালানোর রোমাঞ্চকে আরও বাড়িয়ে তুলেছে। সেই ২০০৫ সালের ডেবিউয়ের পরে ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক নির্ধারণ করেছে TVS Apache। সেই সঙ্গে নিজেদের সিগনেচার ‘Track-to-Road’ নীতির মাধ্যমে যুব সংস্কৃতিকে এক রূপরেখা প্রদান করেছে।
advertisement
নতুন ফিচার-সহ TVS Apache RTR লাইনআপ:
আকর্ষণীয় ডিজাইন: 
প্রিমিয়াম স্টাইলিংয়ের সঙ্গে উন্নত এস্থেটিক্স তো রয়েছেই। সেই সঙ্গে TVS Apache-র বোল্ড এবং ডায়নামিক ভিজ্যুয়াল আইডেন্টিটিকে আরও উন্নত করা হয়েছে।
পারফরম্যান্স লিডারশিপ:
এয়ার/অয়েল কুলড সেগমেন্টে সবথেকে শক্তিশালী 160cc ইঞ্জিন। যা দুর্ধর্ষ পাওয়ার এবং গতি প্রদান করতে সক্ষম।
advertisement
প্রযুক্তিগত উদ্ভাবন:
থ্রি-রাইড মডেল, ড্যুয়াল চ্যানেল ABS এবং অ্যাডভান্সড ফাংশনালিটির জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো সেগমেন্ট-ফার্স্ট ফিচার দেওয়া হয়েছে।
advertisement
গ্রাহকদের কথা মাথায় রেখে: 
রাইডারদের কমফোর্ট এবং কন্ট্রোলের কথা মাথায় রেখে অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাচ লিভার দেওয়া হয়েছে। আর এভাবেই গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এদিন যেগুলি লঞ্চ করা হয়েছে, রইল সেগুলির দাম-সহ তালিকা:
advertisement
নতুন TVS Apache টপ-এন্ড 4V ভ্যারিয়েন্ট এবং ২০ বছরের Celebratory Edition মোটরসাইকেল আকর্ষণীয় প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে:
লিমিটেড এডিশন অ্যানিভার্সারি রেঞ্জ:
TVS Apache RR 310: ৩,৩৭,০০০ টাকা
TVS Apache RTR 310: ৩,১১,০০০ টাকা
TVS Apache RTR 200 4V: ১,৬২,৯৯০ টাকা
TVS Apache RTR 180: ১,৩৯,৯৯০ টাকা
advertisement
TVS Apache RTR 160 4V: ১,৫০,৯৯০ টাকা
TVS Apache RTR 160: ১,৩৭,৯৯০ টাকা
প্রজেক্টর হেডল্যাম্প:
TVS Apache RTR 200 4V:
USD + LCD ভ্যারিয়েন্ট: ১,৫৩,৯৯০ টাকা
New Top-End TFT + Projector Headlamp ভ্যারিয়েন্ট: ১,৫৯,৯৯০ টাকা
TVS Apache RTR 160 4V:
Black এডিশন: ১,২৮,৪৯০ টাকা
Disc BT Special এডিশন: ১,৩৪,৯৭০ টাকা
USD + LCD ভ্যারিয়েন্ট: ১,৩৯,৯৯০ টাকা
New Top-End TFT + Projector Headlamp ভ্যারিয়েন্ট: ১,৪৭,৯৯০ টাকা
TVS Apache-র ২ দশক প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে TVS Motor Company-র ডিরেক্টর এবং সিইও কে এন রাধাকৃষ্ণণ (K N Radhakrishnan, Director and CEO) বলেন যে, “আমরা বিশ্বব্যাপী ৬.৫ মিলিয়নের শক্তিশালী TVS Apache সম্প্রদায়ের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। যাঁদের অটল বিশ্বাস এবং আবেগ গত দুই দশক ধরে আমাদের যাত্রাকে রূপ প্রদান করে এসেছে। পারফরম্যান্স এবং দুর্ধর্ষ রোমাঞ্চের প্রতি ভালবাসার জন্যই TVS Apache সারা বিশ্বের সবথেকে দ্রুত গতিতে বেড়ে চলা স্পোর্টস মোটরসাইকেল ব্র্যান্ড হয়ে গিয়েছে। এই মাইলফলক বা সাফল্য আমাদের ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ফ্যাক্টরি টিম, ডিলার, সাপ্লায়ার এবং পার্টনার অর্থাৎ TVSM পরিবারের প্রত্যেক সদস্যের জন্যই। আমরা সামনের দিকে তাকাব। তাই আমরা নতুন সেগমেন্টে প্রবেশ করে, বাজারকে আরও সম্প্রসারণ করে এবং পরবর্তী প্রজন্মের রাইডারদের অনুপ্রাণিত করে, এমন সম্প্রদায় তৈরি করে Apache-র উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর মনোনিবেশ করছি।”
এই মাইলফলকের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে TVS Motor Company-র হেড বিজনেস – প্রিমিয়াম বিমল সাম্বলি বলেন, “দুই দশক ধরে TVS Apache পারফরম্যান্স এবং উদ্ভাবনের ধারক এবং বাহক হয়ে রয়েছে। আর এই মাইলফলকটি সেই প্রত্যেক রাইডারের জন্য, যাঁরা এটিকে তাঁদের যাত্রার অংশ করে তুলেছেন। এই ঐতিহ্যের ২০ বছর পূর্তি উপলক্ষে আমরা এখন TVS Apache RTR 160 4V এবং TVS Apache RTR 200 4V-র সম্পূর্ণ নতুন টপ-এন্ড ভ্যারিয়েন্টের সঙ্গে একটি Limited Anniversary Edition লঞ্চ করছি – যা পরবর্তী প্রজন্মের মোটরসাইকেল চালকদের অনুপ্রাণিত করার জন্য প্রস্তুত। আর এই কৃতিত্ব গোটা TVS Apache পরিবারের একটি উদযাপন। এটি এমন একটি গ্লোবাল কমিউনিটি, যা প্যাশন, পারফরম্যান্স এবং একটি অদম্য রাইডিং স্পিরিটকে ঐক্যবদ্ধ করেছে।”
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দীর্ঘ ২০ বছরের যাত্রাপথ পূরণ TVS Apache-এর ! সেই উপলক্ষে কিছু লিমিটেড এডিশন বাইক লঞ্চ করল সংস্থা
Next Article
advertisement
৩ লাখের বেশি SSC পরীক্ষার্থী! প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে! চালু কন্ট্রোল রুম, সমস্যায় পড়লে কত ডায়াল করবেন?
৩ লাখের বেশি SSC পরীক্ষার্থী! চালু কন্ট্রোল রুম, সমস্যায় পড়লে কত ডায়াল করবেন জেনে নিন!
  • এসএসসি পরীক্ষার জন্য কলকাতার ৪১টি কেন্দ্রে বিশেষ পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে.

  • পরীক্ষার্থীদের সহায়তার জন্য এসএসসি কন্ট্রোল রুম সকাল ৮টা থেকে চালু করা হয়েছে.

  • পরীক্ষার্থীদের প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে.

VIEW MORE
advertisement
advertisement