‘গরীব হলেও চলবে, কিন্তু এই ‘দোষ’ থাকা চলবে না’ ! বিয়ের পাত্রের সন্ধান করতে গিয়ে যুবতীর অভিনব শর্ত দেখে বিস্মিত নেটিজেনরাও

Last Updated:

সম্প্রতি এক যুবতীর বায়োডেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসলে এটা যদিও চাকরির বায়োডেটা নয়। বরং মেয়েটি বিয়ের জন্য পাত্র খুঁজছেন।

‘গরীব হলেও চলবে, কিন্তু এই ‘দোষ’ থাকা চলবে না’ (Photo: Facebook)
‘গরীব হলেও চলবে, কিন্তু এই ‘দোষ’ থাকা চলবে না’ (Photo: Facebook)
আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট ভাইরাল হয়, যা পড়লে কিংবা দেখলেই মনে যেন জাগে বিস্ময়। আসলে মানুষ এখন খ্যাতি পাওয়ার জন্য যে কোনও সীমা পার করতেই প্রস্তুত। সম্প্রতি এক যুবতীর বায়োডেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসলে এটা যদিও চাকরির বায়োডেটা নয়। বরং মেয়েটি বিয়ের জন্য পাত্র খুঁজছেন। কিন্তু বায়োডেটায় তিনি এমন একটা শর্ত দিয়েছেন যে, সেটা পড়ে প্রায় সকলেই তাজ্জব বনে গিয়েছেন। যদিও মেয়েটির ছবি দেখলে অবশ্য বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে, ছবিটি আসল নয়। বরং তা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।
একটি ছবি পোস্ট করা হয়েছে ফেসবুক পেজ খুশি থেকে। যা ভাইরাল হয়ে গিয়েছে। আর ছড়িয়ে পড়া ছবিটি আসলে একটি বায়োডেটার ছবি। আর কৃতিকা মীনা নামে একটি মেয়ের বায়োডেটা। তা থেকে জানা যাচ্ছে যে, কৃতিকার জন্মস্থান হল অজমের। তাঁর বয়স ২৬ বছর। কৃতিকার বাবা রাহুল মীনা একজন দোকানদার। এমএ পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। আর সেলাই এবং নাচ করতে ভালবাসেন। তবে কোনও চাকরি করেন না ওই যুবতী।
advertisement
advertisement
হবু বরের জন্য দেওয়া শর্ত: তবে ওই যুবতীর বায়োডেটায় যে বিষয়টা সবথেকে বেশি নজর কেড়েছে, সেটা হল – বিয়ের জন্য দেওয়া শর্ত। তাতে বলা হয়েছে যে, দরিদ্র হলেও চলবে, কিন্তু ছেলেকে এমন হতে হবে, যে কোনও রকম নেশা করে না। ছেলের জাত-পাত নিয়েও কোনও বিধিনিষেধ নেই। আসলে কনে এবং কনের পরিবার দাবি করছেন যে, চাকরি না হলেও চলবে, কিন্তু সম্ভাব্য বরের নেশা করা চলবে না। এমনটা আজকাল প্রায় দেখাই যায় না। তবে যাইহোক না কেন, ছবিটি দেখলে সহজেই বোঝা যাবে যে, এই ছবিটি এআই দ্বারা বানানো হয়েছে। এই ছবিটি আসলে ভুয়ো।
advertisement
পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে: ইতিমধ্যেই ওই পোস্টটিতে ৭০০টিরও বেশি লাইক পড়েছে। অনেকে আবার মন্তব্যের বাক্সে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। একজন তো লিখেছেন, “আমি প্রস্তুত।” তবে আর একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমার এক বন্ধু বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন।” বহু মানুষ নিজেদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও লিখেছেন ওই পোস্টে। আবার জনসমক্ষে এহেন বায়োডেটা দেওয়ার জন্য বহু মানুষ ওই যুবতীকে ট্রোলও করছেন। একজন লিখেছেন, “আপনি কেন মীনা জাতিকে ধ্বংস করার চেষ্টায় রয়েছেন। যদি জাত-পাতের কোনও বিধিনিষেধ না থাকে, তাহলে অনলাইনে বিয়ের পাত্র খোঁজার দরকার কী, যে কোনও জায়গাতেই তো বিয়ে করে নিতে পারেন!”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘গরীব হলেও চলবে, কিন্তু এই ‘দোষ’ থাকা চলবে না’ ! বিয়ের পাত্রের সন্ধান করতে গিয়ে যুবতীর অভিনব শর্ত দেখে বিস্মিত নেটিজেনরাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement