Travel Tips: বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন? সিম কার্ড, ই-সিম নাকি আন্তর্জাতিক প্ল্যান কোনটা বেছে নেবেন, জানুন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিদেশ ভ্রমণের সময় সিম কার্ড, ই-সিম নাকি আন্তর্জাতিক প্ল্যান —কোনটা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ দেখে নেওয়া যাক এক নজরে
Travel Tips: বেড়াতে বা অন্য কাজে দেশের বাইরে যেতে হলে বর্তমানে সব থেকে বড় সমস্যা হতে পারে পরিবারের সঙ্গে যোগাযোগ করা। সর্বক্ষণের সঙ্গী মোবাইলটি বিদেশ গিয়ে কী ভাবে কাজ করবে, তা নিয়ে ভাবনার শেষ নেই। নিজের ফোনে বিদেশি নেটওয়ার্ক কাজ করবে কি না, রিচার্জ প্ল্যান ইত্যাদি নিয়ে অনেক প্রশ্নই ঘুরপাক খায়।
বেশির ভাগ সময়ই উত্তর পাওয়া কঠিন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিদেশে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন যে কোনও ব্যক্তি। বিদেশ ভ্রমণের সময় সিম কার্ড, ই-সিম নাকি আন্তর্জাতিক প্ল্যান —কোনটা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ দেখে নেওয়া যাক এক নজরে।
১. বেশির ভাগ সময়ই দেখা যায় কোনও কাজে বা নিতান্ত ভ্রমণের জন্য বিদেশ যেতে হলে একটি নতুন সিম কিনে নেন অনেকে। সেটি স্থানীয় সিম। এ ধরনের স্থানীয় সিমগুলি বিমানবন্দর এবং ফোনের দোকানগুলিতে সহজেই পাওয়া যায়। সাধারণত এই সিমগুলিতে ফোন কল, মেসেজ এবং ইন্টারনেট ব্যবহারের জন্য খানিকটা ক্রেডিট থাকে। কিন্তু এতে খরচ বেশ খানিকটা বেশি হয়। কারণ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি জানে মানুষ বিদেশে এসে এ ধরনের সিম খুঁজবে, প্রয়োজন হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
২. অন্য দিকে ই-সিম হল ভার্চুয়াল সিম। যা, মোবাইল ফোনে ইনস্টল করা থাকে। এটি একটি নতুন আধুনিক প্রযুক্তি। এটি সাধারণ সিম থেকে সম্পূর্ণ আলাদা। মোবাইলে আলাদা করে রাখার দরকার নেই। যদি কেউ বিদেশ ভ্রমণে যান তা হলে ই-সিম খুবই ভাল অপশন, এ কথা বলাই যায়।
advertisement
কারও ফোনে যদি ই-সিম থাকে, তা হলে তিনি যে দেশেই থাকবেন, সেই দেশের প্ল্যান কিনে নিতে হবে। শুধুমাত্র একটি QR কোডের সাহায্যে এই প্ল্যান সক্রিয় করা সম্ভব। ঠিক যেমন নিজের দেশে করা হয়ে থাকে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
৩. তৃতীয় পথ হল, নিজের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে International Plan কিনে নেওয়া। যদিও এই প্ল্যানগুলিও একটু খরচ সাপেক্ষ। তা ছাড়া, বিভিন্ন সংস্থার প্ল্যান বিভিন্ন হারের হয়ে থাকে এর খরচ। কোনও সংস্থার প্ল্যান দামি হতে পারে, কোনটি আবার সস্তাও হতে পারে। আবার বিভিন্ন দেশেও এই প্ল্যানের হার বিভিন্ন হয়ে থাকে। কিন্তু সস্তা প্ল্যানের জন্য নিজের পরিষেবা প্রদানকারী সংস্থা বদলে ফেলা খুব বুদ্ধিমানের কাজ নয়।
advertisement
সুতরাং এ কথা বলাই যায় যে, বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে বর্তমান যুগে সবচেয়ে নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা হল ই-সিম বেছে নেওয়া। এর সাহায্যে, স্থানীয় হারে টেলিকম সুবিধা পাওয়া যাবে।
Location :
First Published :
August 30, 2022 9:52 AM IST