এরকম বাইক বা স্কুটি রাস্তায় দেখলেই কেস দিচ্ছে পুলিশ! চালানের টাকা না দিতে চাইলে জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Traffic rules for bike: এমন বাইক বা স্কুটার রাস্তায় দেখলেই চালান কাটছে পুলিশ! সাবধান হয়ে যান।
কলকাতা: অনেক সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ট্রাফিক পুলিশ এমনিতে রাস্তায় স্বচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকেন। কিন্তু একটি নির্দিষ্ট বাইক বা স্কুটার দেখলেই তাঁরা তৎপর হয়ে ওঠেন!
আপনি কি কখনও ভেবে দেখেছেন, এমনটা কেন ঘটে! কেন পুলিশকর্মীরা নির্দিষ্ট কিছু বাইক বা স্কুটার থামান?
এমনটা হয় ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে। ধরুন যেমন আপনি হেলমেট পরেননি বা বাইকে অবৈধ মডিফিকেশন করেছেন! বাইকের নম্বর প্লেটে নিজের থেকে পরিবর্তন করেছেন! এমন সব কারণে পুলিশ আপনার নামে চালান কাটতে পারে।
advertisement
advertisement
হেলমেট না পরলে-
বাইক ও স্কুটারে হেলমেট পরা বাধ্যতামূলক। চালকের পাশাপাশি পিলিয়ন আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক। নিরাপত্তার স্বার্থে হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ব্যক্তি হেলমেট ছাড়া বাইক চালিয়ে ধরা পড়লে তাকে ₹১০০০ পর্যন্ত জরিমানা হতে পারে।
বেআইনি মডিফিকেশন-
অনেকেই বাইক বা স্কুটারে মডিফিকেশন করতে ভালবাসেন। তবে আপনি হেডলাইট এবং টেইল লাইট ব্ল্যাক আউট করতে পারবেন না। প্রচণ্ড আওয়াজ হয় এমন এক্সহস্ট ইনস্টল করা যায় না। এগুলি বেআইনি মডিফিকেশন বলে বিবেচিত হয়।
advertisement
নম্বর প্লেট টেম্পারিং-
নম্বর প্লেট নিয়ে কোনওরকম কারচুপি করা যাবে না। যে কোনও বাইকের ক্ষেত্রেই এই নিয় প্রযোজ্য। অনেকে নম্বর প্লেটে নম্বর ছাড়া অন্য কিছু শব্দ লিখে থাকেন, যা বেআইনি। আবার কেউ কেউ নম্বর প্লেটের আকার-আকৃতিও পরিবর্তন করেন। এই ধরনের মোটরসাইকেল দেখলেই পুলিশ চালান কাটতে পারে।
advertisement
ওভারলোডিং-
ওভারলোডিং বিপজ্জনক হতে পারে। এমনটা করলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। নিজের জীবনের পাশাপাশি অন্য মানুষের জীবনও বিপদের মুখে ফেলা হয়। তাই ওভারলোডিং করে ধরা পড়লে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 4:14 PM IST