Toyota: জ্বালানি বাঁচবে অনেকটা! কলকাতায় এল নতুন পরিবেশবান্ধব গাড়ি Urban Cruiser Hyryder! জানুন বিশদে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Toyota : এটিই B SUV গাড়িগুলির মধ্যে ‘প্রথম সেলফ চার্জিং স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল’ (Self-charging Strong Hybrid Electric Vehicle)।
#কলকাতা: কলকাতায় লঞ্চ করল টয়োটা কারলোসকার (Toyota Kirloskar) নতুন গাড়ি আরবান ক্রুজার হাইরাইডার (Urban Cruiser Hyryder)। এটিই B SUV গাড়িগুলির মধ্যে ‘প্রথম সেলফ চার্জিং স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল’ (Self-charging Strong Hybrid Electric Vehicle)।
এতে থাকছে বেশ কিছু নতুন ফিচার। যার মধ্যে অন্যতম হল এই Self-charging Strong Hybrid Electric পাওয়ারট্রেন (Powertrain) যা গাড়ি চলতে সাহায্য করে। এই উন্নত যন্ত্র ব্যাপক জ্বালানিসাশ্রয়ে সহায়ক।
সারা বিশ্বে প্রশংসিত টয়োটার এই বিশেষ Self-charging Strong Hybrid Electric Vehicle (SHEV) প্রযুক্তি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলে সংস্থার ‘Mass Electrification’-এর উদ্দেশ্য পূরণ হতে পারে।
advertisement
advertisement
কেমন হতে চলেছে এই গাড়ি?
• এই গাড়িতে থাকছে দু’টি পাওয়ারট্রেন (Powertrain)— নিও ড্রাইভ (Neo Drive) এবং স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক (SHE) পাওয়ারট্রেন, যার সাহায্যে আরবান ক্রুজার হাইরাইডার তার অনন্য পারফরম্যান্স দেখাতে পারে। জ্বালানি সাশ্রয়ে একেবারে সেরার সেরা এটি।
• এ ছাড়াও এ গাড়িতে থাকছে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি। যেমন অল হুইল ড্রাইভ (All-Wheel Drive) পাওয়ারট্রেন, প্যানোরামিক সানরুফ (Panoramic Sunroof), ওয়্যারলেস চার্জার, হেডস আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা-সহ অন্য ফিচার।
advertisement
• গাড়িটি পাওয়া যাবে সাতটি একরঙা অপশনে। থাকছে চারটি ডুয়াল টোনের বিকল্পও। একরঙা গাড়িগুলি পাওয়া যাবে—কেভ ব্ল্যাক (Cave Black), স্পোর্টিং রেড (Sporting Red), স্পিডি ব্লু (Speedy Blue), এনটিসিং সিলভার (Enticing Silver), ক্যাফে হোয়াইট (Café White), গেমিং গ্রে (Gaming Grey), মিডনাইট ব্ল্যাক (Midnight Black)-এ।
• গাড়িটি প্রায় ৪৩৬৫ মিলিমিটার লম্বা, ১৭৮৫ মিলিমিটার চওড়া এবং উচ্চতা প্রায় ১৬৩৫ মিলিমিটার। হুইলবেস প্রায় ২৬০০ মিলিমিটার।
advertisement
• টয়োটা ডিলারশিপ থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। অথবা, উৎসাহী ক্রেতারা অনলাইনেও বুকিং করতে পারেন (https://www.toyotabharat.com/online-booking/)। ২৫ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে।
ফিচার—
লুক—
প্রথমত, সারা বিশ্বে টয়োটার SUV-স্তরে এটি একটি অন্যতম সংযোজন। এর দৃঢ় এবং পরিশীলিত চেহারাও তার একটা দিক।
স্বাচ্ছন্দ্য—
১. গাড়ি চালানোর মজা দ্বিগুণ হয়ে উঠতে পারে এর প্যানোরমিক সানরুফ, হেডআপ ডিসপ্লে (HUD) এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার কারণে।
advertisement
২. একে তো এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তার উপর থাকছে ৯ ইঞ্চির স্মার্ট প্লে কাস্ট। যার সাহায্যে স্মার্ট ডিভাইস কানেক্ট করা সহজ। থাকছে i-Connect।
সুরক্ষা ব্যবস্থা—
১. ৬টি এয়ার ব্যাগ ছাড়ার এখানে রয়েছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (Antilock Braking System/ ABS)-সহ ইলেক্ট্রনিক ব্রেক ফোর্স (Electronic Brake Force)।
২. TPMS, ক্রুজ কন্ট্রোল, ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল (VSC), উন্নত বডি স্ট্রাকচার, হিল হোল্ড কন্ট্রোল (Hill Hold Control), হিল ডিসেন্ট (Hill Descent), রিয়ার ৩ পয়েন্ট (Real 3-point) সিটবেল্ট এবং অল হুইল ডিস্ক ব্রেক থাকছে এই গাড়িতে।
advertisement
কানেকটিভিটি
১. i-Connect-এর সহযোগিতায় প্রায় ৫৫-টিরও বেশি ফিচার রয়েছে।
২. উন্নত ভয়েস কন্ট্রোল, স্মার্টওয়াচ কানেকটিভিটি
৩. রিমোটের মাধ্যমে ইগনিশন (Ignition) কন্ট্রোল করার ব্যবস্থা, এসি চালানো, ফাইন্ড সাই কার (Find My Car), স্টোলেন ভেহিকল ট্র্যাকিং, রিমোট মোবিলাইজার, ভেহিকল হেলথ প্রভৃতিও থাকছে এই গাড়িতে।
advertisement
পারফরম্যান্স—
আরবান ক্রুজার হাইরাইডার (Urban Cruiser Hyryder)-এ রয়েছে
• একটি সেলফ চার্জিং স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক (Self-Charging Hybrid Electric Grade) গ্রেড-সহ ১.৫ লিটার ইঞ্জিন। এতে থাকে THS (Toyota Hybrid System) এবং ই-ড্রাইভ ট্রানসমিশন। ইঞ্জিন আউটপুট ৬৮kW এবং ১২২Nm টর্ক (Torque)। পাশাপাশি মোটর আউটপুট পাওয়া যাবে ৫৮kW এবং ১৪১Nm টর্ক। ইঞ্জিন এবং মোটরের যৌথ আউটপুট ৮৫kW
• ডুয়াল পাওয়ার সোর্সের কারণে এটি অন্যতম একটি জ্বালানি সাশ্রয়কারী গাড়ি হতে চলেছে।
• এর নিও ড্রাইভ (Neo Drive) গ্রেড-এ থাকবে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG) প্রযুক্তি-সহ ১.৫ লিটার কে সিরিজ ইঞ্জিন। তার ফলে ৭৫kW আউটপুট এবং ১৩৫ Nm টর্ক পাওয়া যাবে।
প্রযুক্তি—
অত্যন্ত শক্তিশালী ইকো অ্যাডভান্স (Eco-Advance) প্রযুক্তি হিসেবে এই গাড়িটি বহু দিক থেকে সুবিধা দিতে সক্ষম।
১. EV মোডে চলতে পারে।
২. অত্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী।
৩. সন্তোষজনক স্তরেরও নিচে নির্গমন আটকে রাখা সম্ভব।
৪. বাইরে থেকে চার্জিংয়ের প্রয়োজন নেই।
৫. অত্যন্ত স্বচ্ছন্দ্য চালনা সম্ভব।
এ সব কিছু নিয়েই পথে নামতে চলেছে নতুন আরবান ক্রুজার হাইরাইডার। গত মঙ্গলবার কলকাতায় সূচনা হল নতুন পরিবেশবান্ধব এই গাড়ির। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
view commentsLocation :
First Published :
July 13, 2022 5:12 PM IST

