দুর্ঘটনার কবলে আপনার কাছের মানুষ! হঠাৎ ভয়েস মেসেজ! গলাও চেনা, কিন্তু বড় ফাঁদ এতেই, জানেন কী হচ্ছে?

Last Updated:

Artificial Intelligence Scam: সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে পরিচিত কণ্ঠস্বর নকল করে প্রতারণা করছে। 'ডিপ ফেক' ভিডিওর মাধ্যমে বিনিয়োগের ফাঁদ পাতা হচ্ছে। সতর্ক থাকুন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে পরিচিত কণ্ঠস্বর নকল করে প্রতারণা করছে। 'ডিপ ফেক' ভিডিওর মাধ্যমে বিনিয়োগের ফাঁদ পাতা হচ্ছে। সতর্ক থাকুন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
সাইবার প্রতারকরা এআই টুল ব্যবহার করে পরিচিত কণ্ঠস্বর নকল করে প্রতারণা করছে। 'ডিপ ফেক' ভিডিওর মাধ্যমে বিনিয়োগের ফাঁদ পাতা হচ্ছে। সতর্ক থাকুন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
কলকাতা:  ধরুন, আপনি ব্যস্ত কাজের মধ্যে, হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি অজানা নম্বর থেকে ভয়েস মেসেজ এল। খুব পরিচিত একজন দুর্ঘটনার কবলে পড়েছেন, আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন করছেন। গলাটা শুনে চিনতে অসুবিধা হল না, অনেকদিন ধরেই চেনেন তাঁকে। তিনি সঙ্গে সঙ্গে একটি কিউআর কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও পাঠিয়েছেন। দেরি না করে আপনি টাকা পাঠিয়ে দিলেন।
advertisement
সাবধান! এখানেই ফাঁদ পেতে রেখেছে সাইবার প্রতারকেরা। 
সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, artificial intelligence (AI) টুল ব্যবহার করে প্রতারকেরা এখন হুবহু কারও কণ্ঠস্বর নকল করতে সক্ষম। ফলে আপনার পরিচিত কেউ বিপদে পড়েছেন ভেবে আপনি টাকা পাঠিয়ে দিতেই পারেন, অথচ আসল ব্যক্তিটি হয়তো কিছুই জানেন না!
advertisement
‘ডিপ ফেক’ ভিডিওর ভয়ঙ্কর প্রতারণা—
এবার আসি আরও এক ভয়ঙ্কর প্রতারণার কৌশলে। ইনফোসিসের প্রতিষ্ঠাতা সুধা মূর্তি—এই নাম ও মুখ কারও অচেনা নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি অনর্গল বিনিয়োগ পরিকল্পনার কথা বলছেন। স্ক্রল করতে করতে আপনিও ভিডিওটি দেখে ভাবলেন, বিনিয়োগ করা যেতে পারে। পোস্টের নিচে থাকা লিঙ্কে ক্লিক করলেন, লগইন করলেন, টাকা বিনিয়োগ করলেন—তারপর দেখলেন পুরো টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে!
advertisement
সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘ডিপ ফেক’ ভিডিও, যা তৈরি হয়েছে AI-এর সাহায্যে। শুধুমাত্র পরিচিত ব্যক্তিত্বদের মুখই নয়, এখন আপনার বা আমার কণ্ঠস্বর পর্যন্ত নকল করে প্রতারণা করা সম্ভব।
কী ভাবে তৈরি হচ্ছে নকল কণ্ঠস্বর?
বিশেষজ্ঞদের মতে, এআই-ভিত্তিক ভয়েস ক্লোনিং টুল ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের ভয়েস স্যাম্পল পেলেই কারও কণ্ঠস্বর নকল করা সম্ভব। বিভিন্ন ওপেন-সোর্স সফটওয়্যার এবং টুল ব্যবহার করে সাইবার অপরাধীরা কোনও ব্যক্তির গলা পুরোপুরি নকল করতে পারছে। এরপর সেই নকল কণ্ঠস্বর ব্যবহার করেই প্রতারণা চালানো হচ্ছে।
advertisement
কী ভাবে বাঁচবেন? সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ
– হঠাৎ কারও বিপদের কথা শুনলেই টাকা পাঠাবেন না—প্রথমে স্ব-ব্যক্তিগতভাবে নিশ্চিত হন যে এটি সত্যি কিনা।
– অচেনা নম্বর থেকে আসা ভয়েস মেসেজের সত্যতা যাচাই করুন—পরিচিত নম্বরে ফোন করে বা ভিডিও কলে যাচাই করুন।
– সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না—বিশেষত যদি তা সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ বা কোনও অফারের সঙ্গে জড়িত থাকে।
advertisement
– এআই-তৈরি ‘ডিপ ফেক’ ভিডিও ও অডিও চিনতে শিখুন—কোনও ভিডিওর লিপ-মুভমেন্ট এবং ভিজ্যুয়াল গ্লিচ খেয়াল করুন।
– ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এড়িয়ে চলুন—কারণ প্রতারকরা সেখান থেকেই আপনার ভয়েস ও অন্যান্য ডেটা সংগ্রহ করতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দুর্ঘটনার কবলে আপনার কাছের মানুষ! হঠাৎ ভয়েস মেসেজ! গলাও চেনা, কিন্তু বড় ফাঁদ এতেই, জানেন কী হচ্ছে?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement