আসছে অল্টোর নতুন মডেল, ওজন কমছে ১০০ কেজি! অন্যান্য ফিচার দেখে নিন

Last Updated:

Maruti Alto- রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অল্টোর ওজন ৬৮০ কেজি। নতুন অল্টোর ওজন ৫৮০ কেজিতে নেমে আসতে পারে। অর্থাৎ প্রায় ১০০ কেজি ওজন কমবে।

কলকাতা : ভোল বদলাচ্ছে অল্টো। নতুন মডেল নিয়ে কাজ করছে দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। কোম্পানি জানিয়েছে, পুরনো মডেলের তুলনায় এটা হবে একেবারে আলাদা।
ওজন কমবে, সঙ্গে থাকবে প্রযুক্তিগত আপডেটও। সূত্রের খবর, ইলেকট্রিক ভেহিক্যাল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে নতুন অল্টো।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অল্টোর ওজন ৬৮০ কেজি। নতুন অল্টোর ওজন ৫৮০ কেজিতে নেমে আসতে পারে। অর্থাৎ প্রায় ১০০ কেজি ওজন কমবে।
advertisement
আরও পড়ুন- পাহাড় ছিল স্বপ্ন, পাহাড়ই কাড়ল প্রাণ! ট্রেকিংয়ে গিয়ে ফিরল না বাবা, আফসোস মেয়ের
আরও ছোট এবং দক্ষ মডেল হিসাবে বাজারে আনার জন্যই অল্টোর ওজন কমাতে চায় সংস্থা। আকারও আগের তুলনায় কমবে বলে জানা গিয়েছে। তবে নতুন অল্টো মাইলেজ দেবে বেশি। প্রসঙ্গত, ১৯৮৩ সালে বাজারে পা দিয়েছেন অল্টো। সেই সময় ইন্দো-জাপানি অটমেকাররা নিয়ে এসেছিলেন এই গাড়ি।
advertisement
অনুমান করা হচ্ছে, নতুন অল্টোতে ওজন কমানোর পাশাপাশি উন্নত প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হবে। সম্প্রতি লঞ্চ হওয়া নতুন Swift-এ Z12 ইঞ্জিন দেওয়া হয়েছে। একই ইঞ্জিন নতুন Dezire, Wagon R, Baleno এবং Frontex-এও দেখা যাবে।
এই ইঞ্জিন অল্টোতেও লাগানো হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন অল্টোর ইলেকট্রিক সংস্করণ লঞ্চ করার প্রস্তুতিও চলছে। বিশেষ বিষয় হল এতে আরও বড় ব্যাটারি প্যাক ব্যবহার করা যাবে। এমনও দাবি করা হচ্ছে যে ব্যাটারির পাশাপাশি গ্রাহক এই গাড়িকে সিএনজি চালিত গাড়িতেও রূপান্তর করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ঝোড়ো হাওয়া! উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের বড় নির্দেশ
বর্তমানে ভারতে চলে Maruti Suzuki Alto K10। এর দাম ৩.৯৯ লাখ টাকা থেকে শুরু। ম্যানুয়াল এবং AMT ভেরিয়েন্টে পাওয়া যায়। এতে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে সজ্জিত।
এর AMT ভেরিয়েন্টের দাম ৫.৫৬ লক্ষ টাকা থেকে শুরু। এক লিটারে ২৫ কিমি মাইলেজ দেয় Alto K10। মারুতি সুজুকির এই গাড়ি গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে ২ স্টার রেটিং পেয়েছে। নিরাপত্তার জন্য এই গাড়িতে দেওয়া হয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, সিট বেল্ট এবং ডিস্ক ব্রেক।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আসছে অল্টোর নতুন মডেল, ওজন কমছে ১০০ কেজি! অন্যান্য ফিচার দেখে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement