Cyclonic Circulation Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ঝোড়ো হাওয়া! উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য বড় নির্দেশ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Cyclonic Circulation Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাগরে বইছে ঝোড়ো হাওয়া ফলে উত্তাল হয়েছে সমুদ্র। যার জেরে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের।
দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাগরে বইছে ঝোড়ো হাওয়া ফলে উত্তাল হয়েছে সমুদ্র। যার জেরে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতি আজ এবং আগামীকাল পর্যন্ত চলবে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।
দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রবিবার পর্যন্ত সমুদ্রের এই উত্তাল পরিস্থিতি বজায় থাকবে। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।শনিবার মাছ ধরতে গিয়ে ফিরে আসতে হয়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের।
advertisement
advertisement
মাছ ধরার একাধিক ট্রলার সমুদ্রে বেরিয়েছিল। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় তারা বেশি দূর যেতে পারেনি।সকলকেই ফিরে আসতে হয়েছে। এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, আবহাওয়া খারাপ থাকায় এই মরশুমে বারবার ফিরে আসতে হয়েছে।
advertisement
ফলে ব্যবসায়ে ক্ষতি হচ্ছে। বৃষ্টির এই সময়ে সমুদ্রে মাছ অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়। কিন্তু ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল হচ্ছে। এরকম চললে মাছ ব্যবসায়ে ক্ষতি নেমে আসবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ঘূর্ণাবর্তের প্রভাব উপকূলেও পড়েছে শনিবার।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ঝোড়ো হাওয়া! উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য বড় নির্দেশ