Telegram Tips: আগে থেকে স্থির করে রাখুন মেসেজ পাঠানোর দিনক্ষণ! জেনে নিন টেলিগ্রামে কীভাবে ব্যবহার করবেন Schedule Message ফিচার

Last Updated:

বিশেষ করে মেসেজ শেডিউল করার ফিচার Telegram-এ উপলব্ধ হলেও WhatsApp-এ এখনও পর্যন্ত নেই

Telegram-এ রয়েছে Schedule Message ফিচার
Telegram-এ রয়েছে Schedule Message ফিচার
Telegram Tips: আমারা অনেকেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram-এ খুবই সক্রিয়। Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp-এর পরেই জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে রেয়েছে রাশিয়ান মেসেজিং অ্যাপ Telegram। এই মুহূর্তে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ। বিশেষ করে WhatsApp স্ক্যাম বা WhatsApp-এর নীতি এবং শর্তাবলির জটিলতার কারণে এখন অনেকেই Telegram ব্যবহার করতে শুরু করেছেন।
WhatsApp-র মতো Telegram-ও ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধেজনক ফিচার দিয়েছে যার সাহায্যে অল্প সময়ে সুবিধাজনক এবং সহজ পদ্ধতিতে মেসেজ পাঠানো যায়। যদিও Telegram এবং WhatsApp উভয় অ্যাপেই প্রায় একই ফিচার যেমন রয়েছে তেমনি, দুটি অ্যাপে এমনও ফিচার রয়েছে যা একটিতে রয়েছে অন্যটিতে নেই। বিশেষ করে মেসেজ শেডিউল করার ফিচার Telegram-এ উপলব্ধ হলেও WhatsApp-এ এখনো পর্যন্ত নেই।
advertisement
যাঁরা Telegram-এর এই ফিচারটি সম্পর্কে জানেন না তাদের জন্য রইল কয়েকটি টিপস—
advertisement
১. প্রথমে Telegram অ্যাপ খুলে মেসেজ শেডিউল করতে চ্যাটে যেতে হবে৷
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
২. চ্যাট খোলার পরে, কোনও মেসেজ টাইপ করে সেন্ডিংয়ের অপশনে অনেকক্ষণ ধরে প্রেস করে রাখতে হবে।
advertisement
৩. এরপর একটি পপ-আপ আসবে, সেখানে দুটি অপশন থাকবে। একটি মেসেজ রিসিভারের ফোনে কোনও নোটিফিকেশন না দেখিয়ে মেসেজ সেন্ড করা অন্যটি ‘Schedule Messages’-এর। এই অপশনটিতে ক্লিক করতে হবে
৪. একবার ‘Schedule Messages’ ক্লিক করলে অ্যাপটি সেই তারিখ এবং সময় সেট করতে বলবে যেই সময়ে ব্যবহারকারী মেসেজটি সেন্ট করতে চান।
৫. তারিখ এবং সময় নির্বাচন করার পরে মেসেজটি শিডিউল করতে তারিখ এবং সময় নির্ধারণের নিচের বটনে ক্লিক করতে হবে।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
ব্যস! এবারে নির্দিষ্ট সময় মতো আমাদের পাঠানো মেসেজ রিসিভারের কাছে পৌঁছে যাবে
এ ভাবে Telegram মেসেজ শেডিউল করতে বা যে কোনও চ্যাটে মেসেজ পাঠাতে সেন্ডিংয়ের বটনটি প্রেস করে রাখতে হবে। ব্যবহারকারীরা চ্যাটে ক্যালেন্ডার এবং টাইমারের অপশনও খুঁজে পাবেন। পরে ওই মেসেজটি সংশোধন করতে চাইলে মেসেজের গায়ে আলতো প্রেস করলেই মেসেজে খুলে যাবে ও ব্যবহারকারী নিজের পাঠানো মেসেজটি সংশোধন করতে পারবেন।
advertisement
Telegram-এর অন্য আরেকটি ফিচার রয়েছে। কথা বলার সময় উভয়পক্ষই যে কোনও সময় কথোপকথনের অংশ ডিলিট করে দিতে পারেন। এ ছাড়াও মেসেজ টাইপিংয়ের পর যে কোনও ভাষায় মেসেজটিকে অনুবাদের অপশনও রয়েছে Telegram-এ, যা অন্য মেসেজিং অ্যাপে নেই।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Telegram Tips: আগে থেকে স্থির করে রাখুন মেসেজ পাঠানোর দিনক্ষণ! জেনে নিন টেলিগ্রামে কীভাবে ব্যবহার করবেন Schedule Message ফিচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement