এক নজরে দেখে নিন Telegram ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করার উপায়! কাজে আসবে যে কোনও সময়ে

Last Updated:

Telegram: নিজেদের ফোন ছাড়াও ডেস্কটপ এবং ল্যাপটপে টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

বর্তমানে Telegram একটি খুবই জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে অনেকেই অনেক কিছু শেয়ার করে থাকেন এবং ভিডিও কল করে থাকেন। টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করা যায়। নিজেদের ফোন ছাড়াও ডেস্কটপ এবং ল্যাপটপে টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন ফোনে স্ক্রিন শেয়ার করার উপায় –
১) একটি ভিডিও কল শুরু – এর জন্য প্রথমেই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে এবং একটি কল শুরু করতে হবে। পছন্দসই পরিচিতির সঙ্গে ভিডিও কল শুরু করা যেতে পারে।
২) তিনটি বিন্দুতে ক্লিক – ভিডিও কলে থাকাকালীন সার্চ করতে হবে এবং স্ক্রিনের উপরের ডানদিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
advertisement
advertisement
৩) “শেয়ার স্ক্রিন” সিলেক্ট করতে হবে – তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে এবং তারপরে প্রদর্শিত বিকল্পগুলি থেকে “শেয়ার স্ক্রিন” সিলেক্ট করতে হবে।
৪) কী শেয়ার করা হবে তা বেছে নিতে হবে – এটি নিজেদের ফোন মডেলের উপর এবং অ্যান্ড্রয়েড সংস্করণের উপর নির্ভর করে। এর জন্য একটি কনফারমেশন প্রম্পট দেখা যাবে। অথবা সরাসরি “সম্পূর্ণ শেয়ার করুন” বা “নির্দিষ্ট উইন্ডো শেয়ার করুন” বিকল্প দেখা যাবে।
advertisement
সমগ্র স্ক্রিন শেয়ার করুন – এটি ফোনের স্ক্রিনের সবকিছু শেয়ার করবে অন্যান্য কলারদের সঙ্গে।
নির্দিষ্ট উইন্ডো শেয়ার করুন – কেউ যদি চায় শুধুমাত্র একটি নির্দিষ্ট অ্যাপ বা নির্দিষ্ট স্ক্রিনের অংশ শেয়ার করতে পারে।
advertisement
৫) শেয়ার করা শুরু – একবার কী শেয়ার করা হবে তা সিলেক্ট করার পরে “সম্প্রচার শুরু করুন” (“এখনই শুরু করুন” বা অনুরূপ ডিভাইসের উপর নির্ভর করে) সিলেক্ট করতে হবে।
৬) শেয়ার করা বন্ধ – যখন নিজেদের স্ক্রিন শেয়ার করা শেষ করা হবে, শুধু “সম্প্রচার বন্ধ করুন” (বা অনুরূপ) বাটনে ক্লিক করতে হবে।
advertisement
টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন ডেস্কটপ/ল্যাপটপে স্ক্রিন শেয়ার করার উপায় –
১) একটি ভিডিও কল শুরু – এর জন্য প্রথমেই টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ বা ওয়েব সংস্করণ ওপেন করতে হবে এবং পছন্দসই একটি ভিডিও কল শুরু করতে হবে।
২) ক্যামেরা আইকনের উপর মাউস – ভিডিও কল উইন্ডোতে, ক্যামেরা আইকনের উপর নিজেদের মাউস কার্সার ঘোরাতে হবে, যা স্ক্রিনের নিচে বাম কোণে অবস্থিত।
advertisement
৩) “স্ক্রিনকাস্ট” ক্লিক করতে হবে – এরপর একটি মেনু প্রদর্শিত হবে। উপলব্ধ বিকল্পগুলি থেকে “স্ক্রিনকাস্ট” এ ক্লিক করতে হবে।
৪) কী ভাগ করতে হবে তা সিলেক্ট করতে হবে – একটি নতুন উইন্ডো পপ আপ হবে৷ এরপর নিজেদের সমস্ত খোলা উইন্ডোগুলির থাম্বনেল দেখা যাবে। কম্পিউটারে ক্লিক করে যে স্ক্রিনটি শেয়ার করা হবে তা সিলেক্ট করতে হবে।
advertisement
৫) শেয়ার করা শুরু করতে হবে – শেয়ার শুরু করতে “শেয়ার স্ক্রিন”-এ ক্লিক করতে হবে।
৬) শেয়ার করা বন্ধ করতে হবে – একবার শেয়ার হয়ে গেলে, “স্টপ” অপশনে ক্লিক করতে হবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় –
– যখন নিজেদের ফোনে পুরো স্ক্রিন শেয়ার করা হয় তখন অন্য কলকারীরা যে কোনও বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবং শুনতে পাবেন৷
– ভিডিও কলের সময় টেলিগ্রাম অ্যাপের স্ক্রিন ছোট করা যেতে পারে। স্ক্রিন শেয়ার করার সময় ডেস্কটপ/ল্যাপটপে নির্বাচিত অন্যান্য কলারদের কাছে সেই স্ক্রিনটি দৃশ্যমান থাকবে।
– ভিডিও কলের সময়ে নিশ্চিত করতে হবে যে, একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ আছে কি না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক নজরে দেখে নিন Telegram ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করার উপায়! কাজে আসবে যে কোনও সময়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement