Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Tecno POP 5 Pro, দেখে নিন এক ঝলকে!

Last Updated:

TECNO launches POP 5 Pro: এক নজরে দেখে নেওয়া যাক Tecno POP 5 Pro ফোনের কয়েকটি উন্নত ও আধুনিক ফিচার।

Tecno Pop 5 Pro
Tecno Pop 5 Pro
#কলকাতা: গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের POP সিরিজের স্মার্টফোন Tecno POP 5 Pro। এক নজরে দেখে নেওয়া যাক Tecno POP 5 Pro ফোনের কয়েকটি উন্নত ও আধুনিক ফিচার (TECNO launches POP 5 Pro)।
ব্যাটারি -
Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ (mAh) মেগা ব্যাটারি। এর ফলে Tecno POP 5 Pro ফোনের মাধ্যমে একটানা কথা বলা যাবে প্রায় ৫৪ ঘণ্টা, Tecno POP 5 Pro ফোনে একটানা গান শোনা যাবে প্রায় ১২০ ঘণ্টা। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ব্যাটারি ল্যাব, আলট্রা পাওয়ার সেভিং মোড, এর ব্যাটারি ব্যাকআপ ইন্টেলিজেন্ট অপ্টিমাইজেশন যুক্ত।
advertisement
advertisement
ডিসপ্লে স্ক্রিন -
Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডিপ্লাস (HD+) ডিসপ্লে, ৯০ শতাংশ স্ক্রিন বডি রেশিও, ২৬৯পিপিআই (269PPI) পিক্সেল ডেনসিটি। এর ফলে Tecno POP 5 Pro ফোনের ইউজাররা পাবে প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে এক্সপেরিয়েন্স। Tecno POP 5 Pro ফোনের ৪৮০নিটস (480nits) ম্যাক্সিমাম ব্রাইটনেস দিনের বেলায় সূর্যের আলোতেও ইউজারদের সাহায্য করবে ফোনের স্ক্রিন দেখার ক্ষেত্রে। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ১২০এইচজেড (120Hz) টাচ স্যামপ্লিং রেট।
advertisement
ইন্টারনাল স্টোরেজ -
Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৩জিবি (GB) র‍্যাম (RAM), ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা এসডি (SD) কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ফলে Tecno POP 5 Pro ফোনের ইউজাররা নিজেদের ফোনে অনেক কিছু স্টোর করে রাখতে পারবে।
ক্যামেরা -
Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট ডুয়াল রিয়ার ক্যামেরা। Tecno POP 5 Pro ফোনের এই ক্যামেরার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মোড, যেমন - এআই পোট্রেট (AI Portrait), এইচডিআর (HDR), ফিল্টার (Filters) ইত্যাদি। এছাড়াও Tecno POP 5 Pro ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ফ্রন্ট ফ্ল্যাশলাইট এবং ওয়াইড এফ২.০ অ্যাপারচার (Wide F2.0 Aperture) যুক্ত।
advertisement
স্টাইলিশ ডিজাইন -
Tecno POP 5 Pro ফোনে রয়েছে গ্লসি ফিনিশ যা ভিজ্যুয়াল লাইট রিফ্লেকশন প্যাটার্ন যুক্ত। এর ফলে Tecno POP 5 Pro ফোনটি ইউজারদের করে তুলতে পারে ভিড়ের মাঝেও ফ্যাশন আইকন। আকর্ষণীয় কালারের Tecno POP 5 Pro ফোনে রয়েছে বোল্ডার ব্র্যান্ড লোগো। এর ফলে Tecno POP 5 Pro ফোনটির লুক হয়েছে প্রিমিয়াম স্মার্টফোনের মতো।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tecno ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Tecno POP 5 Pro, দেখে নিন এক ঝলকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement