WhatsApp-এ লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মুছে দিতে চান! এক নজরে দেখে নিন উপায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ব্যবহারকারী যদি চান WhatsApp থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুছে ফেলতে, তা হলে খুব সহজেই সেটা করা যেতে পারে
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp এখন আর শুধু মাত্র মেসেজিং বা কলিং-এ আবদ্ধ নেই। নিত্য নতুন ফিচার তাকে আরও সমৃদ্ধ করছে। বেশ কয়েক বছর হল WhatsApp চালু করেছে তাদের অনলাইন পেমেন্ট পরিষেবা। WhatsApp-এর এই পরিষেবার সাহায্যে ব্যবহারকারীরা UPI-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন। ক্রমশ অনলাইন পেমেন্ট প্রক্রিয়া জনপ্রিয়তা অর্জন করছে। সে কথা মাথায় রেখেই WhatsApp চালু করেছে WhatsApp Pay।
WhatsApp Pay পরিষেবা চালু করা হয়েছিল ২০১৮ সালে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন WhatsApp Pay-কে প্রথম ছাড়পত্র দিয়েছিল ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি। ভারতে গুগল পে , ইউপিআই, পেটিএম-এর মতো যে সকল অন্য অনলাইন পেমেন্ট অ্যাপ রয়েছে, তাদের মতোই WhatsApp Pay ব্যবহার করা যায় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
এ জন্য ব্যবহারকারীকে WhatsApp-এর নিজস্ব অ্যাপে থাকা তিনটে ডট আইকনে অর্থাৎ সেটিংসে ক্লিক করতে হবে। WhatsApp এর সেই সেটিং অপশনে রয়েছে পেমেন্ট অপশন। এরপর ব্যবহারকারীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট WhatsApp-এর সঙ্গে লিঙ্ক করতে হয়। কোনও ব্যবহারকারী যদি চান WhatsApp থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুছে ফেলতে, তা হলে খুব সহজেই সেটা করা যেতে পারে। এ জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হয় না।
advertisement
advertisement
এক নজরে দেখে নিন WhatsApp-এ লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করার উপায় -
১. এর জন্য প্রথমেই ব্যবহারকারীদের WhatsApp এর সেটিং অপশনে যেতে হবে।
২. এরপর সেখান থেকে পেমেন্ট (Payment) অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
৩. এরপর সেখানে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
advertisement
৪. রিমুভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Remove Bank Account) অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
৫. রিমুভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে WhatsApp-এ লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুছে দেওয়া যাবে।
Location :
First Published :
August 29, 2022 10:17 AM IST