Tech Tips: অ্যান্ড্রয়েড ফোনের কলও রিসিভ করা যাবে ল্যাপটপ এবং কম্পিউটারে; জেনে নিন পদ্ধতি

Last Updated:

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ল্যাপটপ/পিসি থেকেও কল করতে পারেন, জেনে নিন সহজ পদ্ধতি

ভারতে অ্যাপলের থেকে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহক বেশি। অ্যাপল ফোনের ইকোসিস্টেমের থেকে বেশ অনেকটাই ভিন্ন অ্যান্ড্রয়েড ফোন। আইওএস ডিভাইসে আসা ফোন খুব সহজেই ম্যাকবুক এবং আইপ্যাডে রিসিভ করা যায়। কথা বলার পরে খুব সহজেই সেই ফোন কল কাটাও যেতে পারে।
কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও আর নিরাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইউন্ডোজ (Windows) ল্যাপটপ ও কম্পিউটারেও ফোন কল রিসিভ করতে পারবেন। উইন্ডোজ কম্পিউটার এবং ল্যাপটপে ফোন কল রিসিভ করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। একই ভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে কম্পিউটারে ফোন কল রিসিভ করা যেতে পারে।
advertisement
advertisement
অ্যাপল ব্যবহারকারীরা আইওএস ডিভাইসে AirDrop অ্যাপর সাহায্যে ম্যাকবুক ও আইপ্যাডে ফোন কল রিসিভ করতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কম্পিউটার এবং ল্যাপটপে একই ভাবে ফোন কল রিসিভ করার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Link To Windows’ অ্যাপ ডাউনলোড করতে পারেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব। এই অ্যাপ ডাউনলোড করার পর লোকেশনের অনুমতি দিতে হবে। এরপর ব্লু-টুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ করতে হবে।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
কম্পিউটারে ডাউনলোড করতে হবে এই অ্যাপ -
উইন্ডোজ ব্যবহারকারীদের কম্পিউটার এবং ল্যাপটপে ফোন কল রিসিভ করার জন্য মাইক্রোসফট স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারের নাম হল Phone Link। এটি মাইক্রোসফট স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে ফোন সংযুক্ত করা যাবে। এর জন্য দু’টি ডিভাইসেই ব্লু-টুথ এবং ওয়াই-ফাই থাকা প্রয়োজন। ব্লু-টুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্য ছাড়া ফোনের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করা যাবে না।
advertisement
স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার কানেক্ট করার উপায় -
১ - স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার জন্য স্মার্টফোনে লিঙ্ক টু ইউন্ডোজ অ্যাপ খুলতে হবে।
২ - একই ভাবে কম্পিউটারে ফোন লিঙ্ক সফটওয়্যারে ডাবল ক্লিক করে সেটি খুলতে হবে।
৩ - এরপর স্মার্টফোনে স্ক্যান করতে হবে।
৪ - স্ক্যান করার পরে ইউন্ডোজ কম্পিউটারে ক্লিক করতে হবে।
advertisement
৫ - এরপর কম্পিউটারে গিয়ে স্মার্টফোনকে অনুমতি দেওয়ার জন্য ‘ওকে’ করতে হবে।
৬ - কম্পিউটারে কল লগ এবং ডায়লার দেখা যাবে।
৭ - এরপর ফোন এলে সেটি স্মার্টফোন এবং কম্পিউটারে সেটি রিসিভ করা যাবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech Tips: অ্যান্ড্রয়েড ফোনের কলও রিসিভ করা যাবে ল্যাপটপ এবং কম্পিউটারে; জেনে নিন পদ্ধতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement