Bolero এবং Scorpio-র সঙ্গে জোর টক্কর দিতে আসছে Tata Scarlet, দুর্দান্ত ফিচার

Last Updated:

মূলত ভারতে নিজেদের SUV পোর্টফোলিও সম্প্রসারণ করতেই সংস্থার এহেন পদক্ষেপ। আর সবথেকে বড় কথা হল, ভারতে সরাসরি Mahindra Bolero-র মতো গাড়িগুলির সঙ্গে জোর টক্কর দেবে এই গাড়িটি।

News18
News18
কলকাতা : একটি নতুন কম্প্যাক্ট SUV লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে Tata Motors। যার কোডনেম হবে Scarlett। মূলত ভারতে নিজেদের SUV পোর্টফোলিও সম্প্রসারণ করতেই সংস্থার এহেন পদক্ষেপ। আর সবথেকে বড় কথা হল, ভারতে সরাসরি Mahindra Bolero-র মতো গাড়িগুলির সঙ্গে জোর টক্কর দেবে এই গাড়িটি।
Scarlett-এর ডিজাইন হবে বক্সি এবং স্ট্রেট। মূলত আসন্ন Tata Sierra-র ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি করা হয়েছে Scarlett-এর ডিজাইন। ফলে এটি কার্ভি  Nexon-এর তুলনায় দেখতে একেবারেই আলাদা হতে চলেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে এই সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনও রকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি। তবে Scarlett-এর ক্ষেত্রে একাধিক পাওয়ারট্রেন অপশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
advertisement
অল-ইলেকট্রিক ভ্যারিয়েন্ট:
advertisement
Scarlett-এর অল-ইলেকট্রিক ভ্যারিয়েন্ট আনার কথা ভাবনাচিন্তা করছে Tata Motors। যার উভয় অ্যাক্সলেই থাকবে মোটর। যার জেরে এটি একটি AWD সেট-আপ প্রদান করবে। Tata-র Punch এবং Nexon-এর পাশাপাশি কম্প্যাক্ট SUV স্পেসে জায়গা করে নেবে Scarlett।
advertisement
মনে করা হচ্ছে যে, Scarlett-এর দাম Nexon রেঞ্জের দামের সঙ্গে ওভারল্যাপ করতে পারে। বর্তমানে Nexon রেঞ্জের দাম ICE ভ্যারিয়েন্টের জন্য ৮ লক্ষ টাকা থেকে ১৫.৬ লক্ষ টাকা। অন্য দিকে এর ইভি ভ্যারিয়েন্টের দাম ১২.৪৯ লক্ষ টাকা থেকে ১৭.১৯ লক্ষ টাকা। সমস্ত দামই এক্স-শোরুম।
আসলে Scarlett-এর হাত ধরে আসলে নিজেদের ইভি লাইন-আপ সম্প্রসারণ করার প্রস্তুতি নিচ্ছে Tata Motors। এর সঙ্গে থাকবে আরও দুটি সাব-৪-মিটার অল-ইলেকট্রিক মডেল: যার কোডনেম Kuno এবং Terra। টাটার ইভি স্ট্র্যাটেজির অংশ হিসেবে প্রত্যেক সেগমেন্টে দুটি বিকল্প প্রদান করছে এটি। যার মধ্যে অন্যতম হল: এন্ট্রি-লেভেল, মিড-লেভেল এবং প্রিমিয়াম। ফলে এই দশকের শেষে সংস্থার ইভি পোর্টফোলিও আরও জোরালো হবে।
advertisement
Sierra লঞ্চের অপেক্ষা:
যদিও Scarlett লঞ্চ হতে এখনও দেরি আছে। এটির আত্মপ্রকাশ সময়সাপেক্ষ হলেও ইতিমধ্যেই Tata Motors-এর তরফে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে বহু প্রতীক্ষিত Sierra। আসলে সাম্প্রতিক Harrier.ev লঞ্চের সময় Tata Passenger Electric Mobility-র চিফ কম্যান্ডিং অফিসার বিবেক শ্রীবাস্তব ঘোষণা করেছিলেন যে, চলতি বছরে  ICE এবং ইলেকট্রিক উভয় ভ্যারিয়েন্টেই আত্মপ্রকাশ করতে চলেছে Sierra।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bolero এবং Scorpio-র সঙ্গে জোর টক্কর দিতে আসছে Tata Scarlet, দুর্দান্ত ফিচার
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement