Smartphone Dial Pad Changed : আপনার ফোনের ডায়াল প্যাড কি বদলে গেল রাতারাতি! বড় আপডেট, এতে কি আপনার স্মার্টফোনের ক্ষতি হবে?

Last Updated:

Smartphone Google Update- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এখন চিন্তার শেষ নেই! হঠাৎ করেই তাঁদের স্মার্টফোনের কল ও ডায়লার ইন্টারফেসের চেহারা বদলে গিয়েছে। ফলে কেউ কেউ তা নিয়ে দুশ্চিন্তা করছেন। অনেকে প্রথমে ভেবেছিলেন, এটা হ্যাকার অ্যাটাক।

News18
News18
কলকাতা : অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এখন চিন্তার শেষ নেই! হঠাৎ করেই তাঁদের স্মার্টফোনের কল ও ডায়লার ইন্টারফেসের চেহারা বদলে গিয়েছে। ফলে কেউ কেউ তা নিয়ে দুশ্চিন্তা করছেন। অনেকে প্রথমে ভেবেছিলেন, এটা হ্যাকার অ্যাটাক। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে ভয়ের কিছু নেই। Google ধাপে ধাপে ফোন অ্যাপের জন্য নতুন “মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ রিডিজাইন” চালু করছে। তাই এই পরিবর্তন।
নতুন এই আপডেট-এর ফলে ফোন অ্যাপের চেহারা আধুনিক ও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। হোম ট্যাবে এখন ফেভারিটস ও রিসেন্টস একসঙ্গে একই জায়গায় দেখা যাবে। কল হিস্ট্রি ও ফেভারিট কন্ট্যাক্টস ক্যারাউসেল আকারে দেখা যাবে। কিপ্যাড ডিজাইন বদলে গিয়েছে। ফ্লোটিং বোতামের পরিবর্তে আলাদা ট্যাব আকারে গোলাকার বোতাম-সহ নতুন কিপ্যাড এসেছে। এখন সার্চ ফিল্ড থেকেই কন্ট্যাক্টস, সেটিংস, কল হিস্ট্রি ও হেল্প দেখার সুযোগ রয়েছে।
advertisement
এছাড়াও ইনকামিং কল স্ক্রিন-এর ক্ষেত্রেও বদল হয়েছে। এখন কল রিসিভ বা রিজেক্ট হরিজন্টাল সুইপ বা এক ট্যাপের মাধ্যমে করা যাবে।কল চলাকালীন কি এখন বড় ও পিল-আকৃতির হয়েছে। ‘এন্ড কল’ বোতামটি আরও বড় করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- E20 পেট্রোল আসলে কী? হাই-গ্রেড পেট্রোলে কি কম পরিমাণে ইথানল থাকে? জেনে নিন
অনেকেই এই আপডেট “অপ্রয়োজনীয়” বলে মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, পুরনো ডায়লার ডিজাইন ভাল ছিল। তবে আপনি চাইলে এই আপডেট বদলে ফেলতে পারেন। তার জন্য ফোন অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করতে হবে। তাতে অনেক ক্ষেত্রে পুরনো ডিজাইন ফিরে আসবে। এছাড়া একবার ফোন রিস্টার্ট করেও দেখতে পারেন।
advertisement
এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই পরিবর্তন কেন! গুগল বলছে, নতুন “Material You (Material 3) Expressive” ডিজাইন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভাল অভিজ্ঞতা দেবে। ডায়নামিক কালার, অ্যানিমেশন এবং পার্সোনালাইজেশনের সুবিধা অ্যাড করা হয়েছে। পুরো গুগল ইকোসিস্টেমেই পরিবর্তন হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone Dial Pad Changed : আপনার ফোনের ডায়াল প্যাড কি বদলে গেল রাতারাতি! বড় আপডেট, এতে কি আপনার স্মার্টফোনের ক্ষতি হবে?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement