Whatsapp: হোয়াটসঅ্যাপ থেকে সহজেই ডাউনলোড করে নিন আধার, প্যান কার্ড! জানুন পদ্ধতি

Last Updated:

MyGov Helpdesk Whatsapp chatbot ব্যবহার করে আপনি কয়েকটি সহজ পদ্ধতিতেই জরুরি ডকুমেন্টস ডাউনলোড করতে পারেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: যাঁদের আধার কার্ড রযেছে, তাদের জন্য একটি ডেডিকেটেড ডিজি লকার ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে৷ যার পরিষেবা হোয়াটসঅ্যাপেও পাওয়া যায়৷ MyGov Helpdesk Whatsapp chatbot ব্যবহার করে ডিজি লকার থেকে আধার কার্ড এবং প্যান কার্ডের মতো ডকুমেন্টস সহজেই ডাউনলোড করা যায়৷
MyGov Helpdesk Whatsapp chatbot ব্যবহার করে আপনি কয়েকটি সহজ পদ্ধতিতেই জরুরি ডকুমেন্টস ডাউনলোড করতে পারেন৷ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মার্কশিট ইত্যাদি৷ ফলে ওয়েবসাইট বা অ্যাপ থেকে ডিজি লকার ব্যবহার করতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ চ্যাটবট সার্ভিসও নিতে পারেন৷
advertisement
advertisement
MyGov Helpdesk Whatsapp chatbot থেকে নিজের ডকুমেন্টস ডাউনলোড করবেন কীভাবে, দেখে নিন-
স্টেপ ১- নিজের ফোনে MyGov Helpdesk Whatsapp chatbot কনট্যাক্ট নম্বর +91 901315115 সেভ করুন৷
স্টেপ ২- এবার হোয়াটসঅ্যাপ খুলে হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্ট রিফ্রেশ করুন৷
স্টেপ ৩- MyGov হেল্পডেস্ক চ্যাট বট খুঁজে বের করে ওপেন করুন৷
advertisement
স্টেপ ৪- MyGov হেল্পডেস্ক চ্যাটে হাই টাইপ করে লিখুন৷
স্টেপ ৫- চ্যাটবট আপনাকে ডিজি লকার অথবা কো উইন সার্ভিস বাছতে বলবে৷ আপনি ডিজি লকার সার্ভিস সিলেক্ট করুন৷
advertisement
স্টেপ ৬-যদি ডিজি লকার অ্যাকাউন্ট থাকে তাহলে হ্যাঁ লিখুন৷ না হলে ওয়েবসাইট বা ডিজি লকার অ্যাপ থেকে আগে অ্যাকাউন্ট তৈরি করুন৷
স্টেপ ৭- চ্যাট বট এবার আপনার অ্যাকাউন্ট লিঙ্ক এবং অথেনটিকেট করার জন্য ১২ সংখ্যার আধার নম্বর চাইবে৷ এবার আপনার আধার নম্বর টাইপ করুন৷৷
স্টেপ ৮- এর পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে৷ সেটি চ্যাটবটে লিখুন৷
advertisement
স্টেপ ৯- এর পরেই চ্যাটবটে আপনার ডিজি লকারে থাকা যাবতীয় ডকুমেন্টস-এর লিস্ট দেখতেপাবেন৷
স্টেপ ১০- এবার ক্রমতালিকা অনুযায়ী যত নম্বর ডকুমেন্টস আপনার প্রয়োজন, লিস্ট থেকে দেখে নিয়ে সেই সংখ্যাটি চ্যাটবটে টাইপ করুন৷
স্টেপ ১১- আপনার ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার জন্য এসে যাবে৷
মনে রাখতে হবে, একবারে একটি মাত্র ডকুমেন্ট ডাউনলোড করা যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp: হোয়াটসঅ্যাপ থেকে সহজেই ডাউনলোড করে নিন আধার, প্যান কার্ড! জানুন পদ্ধতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement