টুপি, তাতে ফ্যান বসানো! এই গরমে রাস্তায় মাথা ঠান্ডা করে দেবে সোলার ক্যাপ

Last Updated:

Solar Cap Fan: এর পোশাকি নাম সোলার ক্যাপ ফ্যান। গরমে দারুন জিনিস। দামও বেশি নয়।

কলকাতা: বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় তীব্র গরমের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় তাপপ্রবাহ পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
এই তীব্র গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি এবং কুলার। কিন্তু বাড়ির বাইরে বের হলে এসি বা কুলার কোনও কাজে লাগে না। তাই বাইরের প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকেই অনেক রকমের চেষ্টা করে থাকেন। বাইরে যাওয়ার সময় অনেকে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন, যাতে সানস্ট্রোক না হয়।
আরও পড়ুন- এটিএম রুমে সব সময় কেন এসি চলে? ৯৯% মানুষ সঠিক উত্তর জানেন না
অনেকে আবার অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না যে, বাজারে এমন একটি ক্যাপ রয়েছে, যা বাইরের এই গরম থেকে মুক্তি দিতে পারে। বাজার থেকে এমন একটি ক্যাপ কেনা যেতে পারে, যার মধ্যে একটি ফ্যান রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফ্যান যুক্ত ক্যাপের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
এর পোশাকি নাম সোলার ক্যাপ ফ্যান। এর মাধ্যমে বাইরে থাকার সময় ঠান্ডা অনুভব করা যেতে পারে।
এর জন্য আলাদা চার্জিং লাগে না। গ্রীষ্মের দিনে সকলকে ঠান্ডা এবং সতেজ রাখতে এটি সূর্যের আলো ব্যবহার করে। বিভিন্ন ধরনের মাথার আকারের জন্য এটি বিভিন্ন সাইজের তৈরি করা হয়েছে।
আরও পড়ুন- একবার মাত্র খরচ করুন ২৯৯ টাকা, বছরভর বিনামূল্যে বিদ্যুৎ, মাসে বাঁচবে প্রচুর
যেমন, TLISMI পোর্টেবল ফ্যান সান হ্যাট রিচার্জেবল ব্যাটারি সহ পাওয়া যায়। কেউ যদি গরমে বাইরে ভ্রমণ করেন, তবে এটি তাঁদের জন্য উপযুক্ত। ব্যবহারকারীরা একটি ইউএসবি কেবল দিয়ে এই ক্যাপটি চার্জ করতে পারেন। এর ক্যাপের উপর একটি ছোট পাখা পাওয়া যায়, যার কারণে মুখে অবিরাম বাতাস লাগতে থাকে। এটি ৩টি রঙে কেনা যাবে এবং Amazon-এ এর দাম মাত্র ৮৯৯ টাকা।
advertisement
আবার তেমনই D DECQLE ব্র্যান্ডের ফ্যানের সঙ্গে যুক্ত এই সোলার ক্যাপের ডিজাইনটিও খুবই স্টাইলিশ, যার কারণে এটি যুবক-যুবতীদের কাছে খুব পছন্দের হয়ে উঠতে পারে। এতে ব্যাটারির প্রয়োজন হয় না, বিদ্যুৎও লাগে না। এটি রোদে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে শুরু করে। এটি নীল রঙের বিকল্পেও পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র Amazon-এ এর দাম ১৪৯৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টুপি, তাতে ফ্যান বসানো! এই গরমে রাস্তায় মাথা ঠান্ডা করে দেবে সোলার ক্যাপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement