Risk Of Security Attack: আপনার স্মার্টফোনে কি রয়েছে UNISOC চিপসেট! সাইবার অ্যাটাক থেকে সাবধান

Last Updated:

Risk Of Security Attack: এই ধরনের অ্যাটাক শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দেখা যায়নি। এটি প্রভাব ফেলেছে ৪জি এবং ৫জি UNISOC চিপসেটে।

#নয়াদিল্লি: বিশেষ ধরনের চিপসেট যুক্ত স্মার্টফোনে রয়েছে সাইবার হানাদারির সম্ভাবনা। এমনই জানিয়েছে গবেষকদল। বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা গবেষকদের একটি রিপোর্ট জানিয়েছে, যে সকলে স্মার্টফোনে UNISOC চিপসেট ব্যবহার করা হয়েছে, সেই সব স্মার্টফোনে সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের প্রায় ১১ শতাংশ ফোনে সেলুলার কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় এই UNISOC চিপ। সাইবার সিকিউরিটি ফার্ম চেকপয়েন্ট লক্ষ্য করে দেখেছে যে, অ্যাটাকাররা এই ধরনের ফোনে সেলুলার কমিউনিকেশন ব্লক করে দেয়। UNISOC হল একটি স্প্রেডট্রাম কমিউনিকেশন। এটি আদতে একটি চিনা ফ্যাবলেস সেমি কন্ডাক্টার কোম্পানি। মূলত সাংহাই ভিত্তিক এই সংস্থা মোবাইল ফোনের জন্য চিপসেট তৈরি করে।
এই ধরনের অ্যাটাক শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দেখা যায়নি। এটি প্রভাব ফেলেছে ৪জি এবং ৫জি UNISOC চিপসেটে। যা ব্যবহার করা হয়েছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন ধরনের নামী ব্র্যান্ডে। চেকপয়েন্ট রিসার্চ জানিয়েছে যে, Google তাদের আগামী অ্যান্ড্রয়েড সিকিওরিটি বুলেটিনের জন্য প্রকাশ করতে চলেছে প্যাচ। CPR এই ধরনের UNISOC খুঁজে বের করেছে এবং এর স্কোর হয়েছে ১০ এর মধ্যে ৯.৪। এর ফলে এই প্রথম UNISOC মডেম আবার নতুন করে পরীক্ষা করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা আবার নতুন করে তদন্ত করছেন কী ভাবে এই ধরনের অ্যাটাক থেকে বাঁচা যায়! হ্যাকার অথবা মিলিটারি ইউনিট নির্দিষ্ট জায়গায় কথা বলার জন্য এই সিস্টেম ব্যবহার করে।
advertisement
advertisement
চেকপয়েন্ট সফটওয়ারের রিভার্স ইঞ্জিনিয়ার এবং সিকিউরিটি রিসার্চ অ্যাটর্নি স্লাভা মাক্কাভিভ (Slava Makkaveev) জানিয়েছেন যে, হানাদাররা রেডিও স্টেশন ব্যবহার করে এই ধরনের অ্যাটাক চালাতে পারে। রেডিও স্টেশন ব্যবহার করে তারা ম্যালফর্মড প্যাকেট (Malformed Packet) পাঠাতে পারে। এটি মডেম (Modem) রিসেট করতে সাহায্য করে। এর ফলে ইউজাররা যোগাযোগ স্থাপনে ব্যর্থ হতে পারেন। এ ভাবেই অ্যাটাকাররা ব্লক করে দেয় সেলুলার কমিউনিকেশন। এর ফলে UNISOC চিপ যুক্ত ফোনে খুব সহজেই অ্যাটাকার্ডের প্রধান টার্গেট। কারণ এর মাধ্যমে ব্লক করে দেওয়া সম্ভব ইউজারদের কমিউনিকেশন।
advertisement
চেকপয়েন্ট সফটওয়ারের রিভার্স ইঞ্জিনিয়ার এবং সিকিউরিটি রিসার্চ অ্যাটর্নি স্লাভা মাক্কাভিভ জানিয়েছেন যে, এখনই অ্যান্ড্রয়েড ইউজারদের এই বিষয়ে কিছু করার প্রয়োজন নেই। তিনি আরও জানিয়েছেন যে, গুগল তাদের আগামী অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে যে প্যাচ রিলিজ করতে চলেছে, সেটি অ্যাপ্লাই করা উচিত। এর ফলে নিজেদের ফোন বেশি সুরক্ষিত থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Risk Of Security Attack: আপনার স্মার্টফোনে কি রয়েছে UNISOC চিপসেট! সাইবার অ্যাটাক থেকে সাবধান
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement