Smartphones: সাবধান! ফোন থেকেই চিনে চলে যাচ্ছে আপনার ব্যক্তিগত ভিডিও, ছবি, তথ্য! যেকোনও দিন হতে পারে ভাইরাল!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphones: গুগল প্লে স্টোরে দুটি ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ স্পাইওয়্যার হিসেবে সনাক্ত করা হয়েছে, যা ১.৫ মিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
নয়া দিল্লি: স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এখন যেহেতু অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়, তাই জালিয়াতদের পাখির চোখ হয়ে উঠেছে এই স্মার্টফোন। সাইবার অপরাধীরা মানুষকে ফাঁসানোর জন্য হ্যাকিংয়ের নতুন নতুন উপায় বের করে চলেছে। এই প্রতারকরা সুরক্ষাবিধি এড়াতে এবং অ্যান্ড্রয়েড ফোনে তাদের অ্যাপ ঢোকানোর জন্য সব রকমের চেষ্টা করে চলেছে।
জানা গিয়েছে যে, বেশ কয়েকটি ক্ষেত্রে তারা সফলও হয়েছে। এমনই একটি ঘটনা আবারও সামনে এসেছে। গুগল প্লে স্টোরে দুটি ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ স্পাইওয়্যার হিসেবে সনাক্ত করা হয়েছে, যা ১.৫ মিলিয়ন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। দেখা গিয়েছে যে, এই অ্যাপগুলি গোপনে ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চিনের ক্ষতিকারক সার্ভারে পাঠায়।
advertisement
আরও পড়ুন: এসি থেকে নানা রকমের গন্ধ আসছে? ভিতরে এই প্রাণী ঢুকে বসে নেই তো? মারাত্মক ক্ষতি হতে পারে! জানুন
advertisement
মোবাইল সিকিউরিটি কোম্পানি Pradeo এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে যে, যে উভয় স্পাইওয়্যার অ্যাপ File Recovery/ Data Recovery (com.spot.music.filedate) ১০ লাখের বেশি করা হয়েছে এবং File Manager (com.file.box.master.gkd) ৫ লাখের বেশি ইনস্টল করা হয়েছে।
advertisement
Pradeo-এর প্রতিবেদন অনুসারে সেই বিশ্লেষণে জানা গিয়েছে যে, দুটি অ্যাপই ডিভাইস থেকে ইউজারদের ডেটা সংগ্রহ করছিল। এতে ফোনের যোগাযোগের তালিকা, ই-মেল, সামাজিক নেটওয়ার্ক, মিডিয়া, রিয়েল-টাইম অবস্থান, নেটওয়ার্ক প্রদানকারীর নাম, সিম প্রদানকারীর নেটওয়ার্ক কোড, অপারেটিং সিস্টেম সংস্করণ নম্বর এবং ডিভাইসের ব্র্যান্ড এবং মডেলের মতো তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
Pradeo-এর অ্যানালিটিক্স ইঞ্জিন দেখেছে যে এই অ্যাপগুলি ব্যবহারকারীদের অজান্তেই অনেক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
অ্যান্ড্রয়েড ইউজারদের নিরাপদ থাকার উপায় –
advertisement
১) সবার আগে ইউজারদের তাদের ফোন থেকে এই অ্যাপগুলি আনইনস্টল করতে হবে।
২) সাইবার সিকিউরিটি ফার্ম Pradeo পরামর্শ দিয়েছে যে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। যার কোনও রিভিউ নেই, তাদের হাজার হাজার ইউজার থাকলেও তা ডাউনলোড করা উচিত নয়।
৩) যদি কোনও রিভিউ থাকে তাহলে ইউজারদের তা মনোযোগ সহকারে পড়া উচিত, কারণ এটি অ্যাপটি সম্পর্কে বুঝতে সহায়তা করে।
advertisement
৪) অনুমতি দেওয়ার আগে অ্যাপটি সম্পর্কে সঠিকভাবে জানতে হবে।
৫) অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে নিজেদের ফোন সুরক্ষিত রাখতে হবে।
৬) নিজেদের অ্যান্ড্রয়েড ফোনটি লেটেস্ট সিকিউরিটি প্যাচের সঙ্গে আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 11:35 PM IST