Air Conditioner Tips: এসি থেকে নানা রকমের গন্ধ আসছে? ভিতরে এই প্রাণী ঢুকে বসে নেই তো? মারাত্মক ক্ষতি হতে পারে! জানুন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Air Conditioner Tips: যাঁদের বাড়িতে এসি লাগানো রয়েছে, তাঁরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে এসি থেকে কোনও কোনও সময় অদ্ভুত গন্ধ বের হয়।
বর্ষাকালের আর্দ্রতায় এসির শুষ্ক বাতাস ঘরকে স্যাঁতস্যাঁতে হওয়া থেকে রক্ষা করে। তাই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ফ্যান এবং কুলার ব্যবহারের প্রশ্নই ওঠে না। তবে এয়ার কন্ডিশনার যাতে ভাল ভাবে কাজ করে, তার জন্য আমাদের সঠিক ভাবে যত্ন নেওয়া উচিত। যাঁদের বাড়িতে এসি লাগানো রয়েছে, তাঁরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে এসি থেকে কোনও কোনও সময় অদ্ভুত গন্ধ বের হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এয়ার কন্ডিশনার থেকে যদি গাড়ির ধোঁয়ার গন্ধ আসে তবে এর অর্থ রেফ্রিজারেন্ট লিকেজ বা এসি-তে কোনও লিকুইড ট্যাঙ্ক ফুটো হয়ে গিয়েছে। যদি গ্যাস লিকেজ হয় তার মানে কয়েলে ফুটো আছে। কোনও ভাবে যদি এসির গ্যাস চলে যায় তাহলে এসি আর ঘর ঠান্ডা করবে না। এটি ঠিক করাতে তখন অবশ্যই একজন এসি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত।









