Smartphone: ফোন রিস্টার্ট করেও নেটওয়ার্ক সমস্যা পিছু ছাড়ছে না? এই ছোট্ট কাজ করলেই সমস্যার সমাধান
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone- ফোনে নেটওয়ার্কের সমস্যার একাধিক কারণ থাকে। কখনও কখনও আবহাওয়ার কারণে নেটওয়ার্ক আসা-যাওয়া করে।
কলকাতা: আজকালকার দিনে হাতে একটা স্মার্টফোন থাকলে একসঙ্গে অনেক ধরনের কাজই অনায়াসে করে ফেলা সম্ভব হয়। যেমন – কোনও গুরুত্বপূর্ণ কল থেকে শুরু করে মুভি টিকিট বুকিং এবং অনলাইন ব্যাঙ্কিং পর্যন্ত সমস্ত কাজ ওই স্মার্টফোন থেকেই করে নেওয়া সম্ভব।
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর রাখার কাজ তো আছে। তবে যদি ফোনের নেটওয়ার্ক চলে যায় অথবা আসা-যাওয়া করে, তাহলে কিন্তু ব্যবহারকারীদের বেজায় সমস্যায় পড়তে হয়। কারণ ফোনে নেটওয়ার্ক না থাকলে গুরুত্বপূর্ণ কাজ বাধাপ্রাপ্ত হতে পারে। আর ফোনে নেটওয়ার্কের সমস্যার একাধিক কারণ থাকে। কখনও কখনও আবহাওয়ার কারণে নেটওয়ার্ক আসা-যাওয়া করে। এর পাশাপাশি সঠিক ভাবে SIM কার্ড ইনস্টল করা না থাকলে অথবা নেটওয়ার্ক সেটিংসে গোলমাল হলেও নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দিতে পারে।
advertisement
আরও পড়ুন- ফাইভ স্টার থ্রি স্টার…! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে ইলেকট্রিক বিল? ‘সত্যিটা’ কী?
স্মার্টফোন বা মুঠোফোনে যদি নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দেয়, তাহলে অনেকেই নিজেদের ফোনটিকে রিস্টার্ট করেন। আবার কেউ কেউ নিজেদের ফোনে ফ্লাইট মোড অন করে আবার তা বন্ধ করে দেন। বহু ক্ষেত্রেই এহেন উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কখনও কখনও আবার এত কিছু করেও মুশকিল আসান হয় না। তাই স্মার্টফোন রিস্টার্ট করার পরেও যদি নেটওয়ার্কের সমস্যা একই থাকে, তাহলে ব্যবহারকারীকে একটি কাজ করতে হবে। আর সেটি হল – রিস্টার্ট করার পর নিজের ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করা। আর ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার জন্য বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলিই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
নিজের ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার উপায় কী
১. নিজের স্মার্টফোনের নেটওয়ার্কের সমস্যার সমাধান করার জন্য প্রথমে স্মার্টফোনের Settings-এ যেতে হবে।
২. এরপর সেখানে গিয়ে স্ক্রোল ডাউন করার পর Additional settings-এর অপশন বেছে নিতে হবে ব্যবহারকারীকে।
৩. এবার Backup এবং Reset-এর বিকল্প সিলেক্ট করতে হবে।
৪. আর এটি করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে Reset Network and Bluetooth রিসেট করার একটি অপশন।
advertisement
৫. এরপর ব্যবহারকারী Reset Network and Bluetooth অপশনে গিয়ে ব্যবহারকারী নিজের নেটওয়ার্ক রিসেট করতে পারেন।
৬. Network এবং Bluetooth রিসেট করার পর ফোনের নেটওয়ার্কজনিত সমস্যার সম্পূর্ণ রূপে সমাধান হবে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি নেটওয়ার্ক আসা-যাওয়ার সমস্যাও সম্পূর্ণ রূপে দূর হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 6:13 PM IST