Smart Pant: প্যান্টের চেন টানতে ভুলে যান? লজ্জায় পড়তে হয়! তাহলে স্মার্ট প্যান্ট পরুন!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smart Pant: এটি এমন এক ধরনের প্যান্ট যা পরার পর সিস্টেম জেনারেটেড টেকনোলজিতে প্যান্টের বোতাম বা জিপ বন্ধ করার বার্তা আসবে।
নয়া দিল্লি: স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমার ব্যাপক সাফল্যের পর এবারে বাজারে এসেছে স্মার্ট প্যান্ট। এটি এমন এক ধরনের প্যান্ট যা পরার পর সিস্টেম জেনারেটেড টেকনোলজিতে প্যান্টের বোতাম বা জিপ বন্ধ করার বার্তা আসবে। কোনও ব্যক্তির আচরণ, অভ্যেস সব কিছু স্মার্ট প্যান্টে আপডেটেড করা থাকবে। গাই ডুপঁ নামের এক ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্টে এই অদ্ভুত প্যান্টের কথা সর্বপ্রথম প্রকাশ্যে আসে। একই নামে এঁর একটি ইউটিউব অ্যাকাউন্টও রয়েছে, যার ফলোয়ারের সংখ্যা ১২,৫০০। গাই ডুপঁ পেশায় একজন ডেভেলপার। তাঁর প্রধান কাজ হল সহজ-সাধারণ টেকনোলজির সহায়তায় জীবনকে আরও সহজ করে তোলা।
কীভাবে এই স্মার্ট প্যান্টের কথা তার মাথায় এল জিজ্ঞেস করতে তিনি জানান, তাঁর এক বন্ধু তাঁকে একবার এমন একটি স্মার্ট টেক ডেভেলপের কথা বলেছিল যা প্যান্টের জিপ বা বোতাম আটকানোর মতো ছোট ছোট বিষয়ে সতর্ক করবে। সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সময়ই এই ধরনের ঘটনা বিব্রতকর। এমন একটি ডিভাইস সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হলে তা আখেরে লাভজনক তো বটেই। গাই ডুপঁ সম্প্রতি এমন একটি ডিভাইস তৈরি করেছেন বলে দাবি জানিয়েছেন। তিনি এমন একটি পরীক্ষামূলক ভিডিও ট্যুইটারে পোস্টও করেছেন।
advertisement
advertisement
ভিডিওর শুরুতে তাঁকে তার প্যান্টের জিপ খুলতে দেখা যাচ্ছে এবং প্যান্টের জিপ খোলার সঙ্গে সঙ্গেই তাঁর ফোনে একটি অ্যালার্ট মেসেজ চলে আসছে। এর পরে অন্য এক ট্যুইটে গাই ডুপঁ জানান যে তিনি তাঁর জিন্সের সঙ্গে একটি সেন্সর লাগিয়ে রেখেছেন। সেন্সরে থাকা চিপ মোবাইলের মাধ্যমে তাঁর কাছে নোটিফিকেশন পাঠায়। ট্যুইটারে গাই ডুপঁর এই টেকনোলজির চাহিদা দিন দিন বাড়ছে। কেউ কেউ তাঁকে অফারও করেছেন যে তিনি যদি এটির একটি প্রোটোটাইপ তৈরি করেন প্রায় ২০ ডলারে ওই ব্যক্তি তা কিনতে পারেন।
advertisement
তবে এই স্মার্ট প্যান্টের নানা সমস্যাও রয়েছে। সাধারণের তুলনায় এই প্যান্টের দাম অনেকটাই বেশি হবে। তাছাড়া প্রতিদিনের ব্যবহারে প্যান্ট নোংরা হলেও সেন্সর ও চিপের কারণে প্যান্ট পরিষ্কার করা খুবই সমস্যাজনক হবে। এছাড়াও এই প্যান্টটিকেও চার্জ করতে হবে, কারণ এতে যে ডিভাইসটি ইনস্টল করা হয়েছে তা কেবল ব্যাটারি থেকেই কাজ করবে। এখন এই নতুন ডিভাইস বাজারে আসে কি না সেটাই দেখার বিষয়!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 9:11 PM IST