Smartphone Expiry Date: স্মার্টফোনেরও এক্সপায়ারি ডেট থাকে? কতদিন চলবে আপনার দামি মোবাইল? জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone Expiry Date: আমরা হয়তো কখনও ভেবেও দেখি না যে আমরা যে স্মার্টফোনটি ব্যবহার করছি তার মেয়াদ কত এবং কতদিন সেটি ব্যবহার করা যাবে।
advertisement
স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আজ স্মার্টফোন আর শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করা হয় না, ফটোশ্যুট থেকে শুরু করে অনলাইন নানা জিনিস অর্ডার করা এবং টিকিট বুক করা সহ নানা কাজে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই জানা উচিত স্মার্টফোনের মেয়াদ কত দিন পর্যন্ত বজায় থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
স্মার্টফোন কখন পরিবর্তন করা উচিত? আসলে স্মার্টফোন কখন পরিবর্তন করতে হবে তা সম্পূর্ণ ভাবেই ব্যবহারকারীর উপর নির্ভর করছে। অনেকেই ঘন ঘন নিজেদের স্মার্টফোন পরিবর্তন করে বাজারে আসা নতুন স্মার্টফোন কিনে নেন মাত্র ৩ থেকে ৪ মাসের ব্যবধানে। তবে এর কোনও সুফল নেই। এতে করে গ্রাহকদের বাজেটেও টান পড়ে। বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ স্মার্টফোন ব্যবহারযোগ্য, ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে খারাপ ব্যাটারি এবং স্ক্রিন পরিবর্তন করেও ফোন ব্যবহার করা যেতে পারে।