#নয়াদিল্লি: Scorpio গাড়ির কথা সম্ভবত মনে আছে অনেকেরই। এবার বাজারে চলে এসেছে সেই গাড়ির নতুন ভার্সন Scorpio N। মহিন্দ্রা কোম্পানি লঞ্চ করেছে তাদের বহু প্রতীক্ষিত গাড়ি Scorpio N। ১৯৪৫ সালে পথ চলা শুরু হয় দেশের অন্যতম বৃহৎ গাড়ি কোম্পানি মহিন্দ্রার। মূলত এসইউভি গাড়ির জন্যই এদের জনপ্রিয়তা। এ বার তারা বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় গাড়ি Scorpio-র আধুনিক ভার্সন Scorpio N। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১১.৯৯ লাখ টাকা থেকে। Scorpio N গাড়ি অনলাইনে এবং অফলাইনে বুকিং করা যাচ্ছে ৩০ জুলাই ১১টা থেকে। ৫ জুলাই থেকেই অনলাইনে এবং অফলাইনে পাওয়া যাবে এই গাড়ি। ভারত ছাড়াও এই গাড়ি লঞ্চ করা হয়েছে সাউথ আফ্রিকা এবং নেপালে। জানা গিয়েছে যে মহিন্দ্রা আগামী দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও Scorpio N গাড়ি লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নেোয়া যাক Scorpio N গাড়ির সমস্ত খুঁটিনাটি।
Scorpio N মডেল -
Scorpio N গাড়ি আকারে অনেকটাই বড় এবং খুবই শক্তিশালী। যাত্রীদের কথা মাথায় রেখে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে উন্নত ও আধুনিক টেকনোলজি।
আরও পড়ুন - যা হচ্ছে, তার জন্য একক ভাবে দায়ী নূপুর শর্মা, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Scorpio N গাড়ির দাম -
- Scorpio N Z2 ভ্যারিয়েন্টের গ্যাসোলিন মডেলের দাম ১১.৯৯ লাখ টাকা এবং ডিজেল মডেলের দাম ১২.৪৯ লাখ টাকা।
- Scorpio N Z4 ভ্যারিয়েন্টের গ্যাসোলিন মডেলের দাম ১৩.৪৯ লাখ টাকা এবং ডিজেল মডেলের দাম ১৩.৯৯ লাখ টাকা।
- Scorpio N Z6 ভ্যারিয়েন্টের ডিজেল মডেলের দাম ১৪.৯৯ লাখ টাকা।
- Scorpio N Z8 ভ্যারিয়েন্টের গ্যাসোলিন মডেলের দাম ১৬.৯৯ লাখ টাকা এবং ডিজেল মডেলের দাম ১৭.৪৯ লাখ টাকা।ট
- Scorpio N Z8L ভ্যারিয়েন্টের গ্যাসোলিন মডেলের দাম ১৮.৯৯ লাখ টাকা এবং ডিজেল মডেলের দাম ১৯.৪৯ লাখ টাকা।
আরও পড়ুন - শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এ বারের পুজোয় মহা চমক! খুঁটি পুজোয় ঘোষিত হল থিম
Scorpio N গাড়ির পারফরমেন্স -
Scorpio N গাড়িতে ব্যবহার করা হয়েছে নিউ এজ অথেন্টিক এসইউভি বিল্ট টেকনোলজি। এতে ব্যবহার করা হয়েছে তৃতীয় জেনারশনের বডি অন ফ্রেম প্ল্যাটফর্ম। Scorpio N গাড়িতে রয়েছে টিজিডিআই এমস্ট্যালন (পেট্রল) ইঞ্জিন যা ১৪৯.১৪ কেডবলু পাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক যুক্ত। এছাড়াও Scorpio N গাড়িতে রয়েছে এমহক (ডিজেল) ইঞ্জিন যা ১২৮.৬ কেডবলু পাওয়ার এবং ৪০০ এনএম টর্ক যুক্ত। Scorpio N গাড়িতে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Scorpio