এক লাখ টাকা বাজেট! বাইক নেবেন নাকি স্কুটি? সিদ্ধান্ত নিতে পারছেন না? রইল টিপস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Scooters vs Bikes: বাইক নাকি স্কুটার, কোনটা আপনার জন্য সেরা, এই টিপস দেখলেই বুঝবেন।
কলকাতা: স্কুটার এবং বাইক, দুটোই পরিবহনের সাশ্রয়ী মাধ্যম। কিন্তু দুটিপ মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অনেকেই স্কুটার নাকি বাইক, কেনার আগে সিদ্ধান্ত নিতে পারেন না।
স্কুটার বা বাইক কেনার সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত চাহিদা এবং পছন্দের উপর নির্ভর করে। আপনি যদি শহুরে অঞ্চলে পরিবহনের জন্য টু হুইলার কেনার পরিকল্পনা করেন, তবে স্কুটার ভাল বিকল্প হতে পারে।
তবে আপনি যদি রোজ লম্বা রুটের জন্য বাহন খোঁজেন, তবে বাইক নিঃসন্দেহে একটি ভাল বিকল্প হতে পারে। যাই হোক, এক লাখ টাকায় একটি টু-হুইলার কেনার অর্থ, আপনি একটি ছোট বাইক বা স্কুটার কিনতে চান, যাতে বাড়ির চারপাশে টুকটাক কাজ করতে পারেন!
advertisement
advertisement
আরও পড়ুন- রাস্তার গর্ত নাকি বাম্পার, বাইক-স্কুটির বেশি ক্ষতি করে কোনটি? জেনে নিন আজই
স্থানীয় এলাকায় কাজের জন্য স্কুটার ভাল অপশন হবে। কেন, তা জেনে নেওয়া যাক-
বাইকের চেয়ে স্কুটার চালাতে বেশি আরামদায়ক। স্কুটারের সিট চওড়া। ফলে আরামদায়ক। অনেকটা সময় চালালেও ক্লান্তি থাকে না শরীরে। আরামদায়ক ভ্রমণ চাইলে স্কুটি শ্রেয়।
advertisement
বাইকের তুলনায় স্কুটারে বেশি স্টোরেজ থাকে। সীটের নিচে স্টোরেজ থাকে। সামনের অংশে কিছুটা জায়গা থাকে। রাইডার পা রাখতে পারে সেখানে। হুকে ব্যাগও ঝোলানো যায়।
বাইকের তুলনায় স্কুটার ড্রাইভিং স্মুথ। এতে রাইডারকে গিয়ার চেঞ্জ করতে হয় না। স্কুটারে স্বয়ংক্রিয় গিয়ারবক্স থাকে। তা ছাড়া ক্লাচ ধরার ঝক্কি নেই। বাড়িতে মহিলা এবং বয়স্ক সদস্য থাকলে স্কুটারই বেস্ট অপশন। কারণ বাইক হলে তাতে বয়স্ক বা মহিলাদের বসতে কিছুটা সমস্যা হতে পারে। স্কুটি সেই সমস্যা একেবারেই হবে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 6:05 PM IST