Samsung Galaxy S22: ভারতের বাজারে আসতে চলেছে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন, এক নজরে দেখে নিন তার ফিচার!

Last Updated:

Samsung Galaxy S22: এক নজরে দেখে নেওয়া যাক Samsung-এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: সাউথ কোরিয়ান টেক জায়ান্ট, জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung এই মাসেই নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে আসতে চলেছে Samsung Galaxy S22 সিরিজের ফোন। ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখেই আসছে Samsung Galaxy S22 সিরিজের তিনটি নতুন ফোন। এগুলি হল - Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra। আমেরিকায় Samsung Galaxy S22 ফোনের দাম শুরু হতে পারে ৭৯৯ ডলার থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯,৮২৯.১২ টাকা, Galaxy S22+-এর দাম শুরু হতে পারে ৯৯৯ ডলার থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪,৮০৫.১২ টাকা, Galaxy S22 Ultra-র দাম শুরু হতে পারে ১,১৯৯ ডলার থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪৯,৬৮৫.১২ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক Samsung-এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
Samsung Galaxy S22 Ultra ফোনের ফিচার -
Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে যা ১৪৪০×৩০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন, ১২০ এইচজেড (Hz) ম্যাক্সিমাম রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম। এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের স্ন্যাপার, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ স্টাইল টেলিফোন লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
advertisement
advertisement
Samsung Galaxy S22 এবং Galaxy S22+ ফোনদুটির ফিচার -
Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির স্ক্রিন এবং Galaxy S22+ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির স্ক্রিন। Samsung Galaxy S22 এবং Galaxy S22+ দুটি ফোনেই রয়েছে ১০৮০×২৩৪০ পিক্সেল রেজোলিউশন, করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন। এছাড়াও এই ফোনে থাকতে পারে স্যামসং এক্সিনস ২২০০ চিপসেট (Samsung Exynos 2200 Chipset) অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Qualcomm Snapdragon 8 Gen 1 Soc)। বাজারের ওপর ভিত্তি করে এটি রাখা হবে Samsung Galaxy S22 এবং Galaxy S22+ ফোনে। এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22+ দুটি ফোনে রয়েছে ২৫৬ জিবি (GB) ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম (RAM)। Samsung Galaxy S22 এবং Galaxy S22+ দুটি ফোনেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল স্ন্যাপার যা ওআইএস যুক্ত, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22+ ফোন দুটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলসেলফি ক্যামেরা যা ৪কে (4K) রেকর্ডিং যুক্ত। Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৩,৭০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy S22: ভারতের বাজারে আসতে চলেছে Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন, এক নজরে দেখে নিন তার ফিচার!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement