Redmi Smart Band Pro: দেশে এল Redmi Smart Brand Pro, দাম মাত্র ৩,৪৯৯ টাকা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Redmi Smart Band Pro: এক নজরে দেখে নেওয়া যাক Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-এর ফিচার।
#নয়াদিল্লি: Redmi ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro। স্মার্ট ট্র্যাকার যুক্ত এই আধুনিক স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-এর দাম রাখা রয়েছে বাজেটের মধ্যে। Redmi Smart Brand Pro-এর আসল দাম ৩,৯৯৯ টাকা হলেও, কোম্পানির তরফে সীমিত সময়ের জন্য Redmi Smart Brand Pro দেওয়া হচ্ছে ৩,৪৯৯ টাকায়। Redmi ভারতের বাজারে তাদের এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-এর বিক্রি শুরু করবে ১৪ ফেব্রুয়ারি ১২টা থেকে। Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro পাওয়া যাবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে। এর মধ্যে রয়েছে Mi Home, Amazon ইত্যাদির মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম। অনলাইন ছাড়াও Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro অফলাইন স্টোরেও পাওয়া যাবে। Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-তে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-এর ফিচার।
Redmi Smart Brand Pro -
Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-তে রয়েছে ১.৪৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) টাচ ডিসপ্লে যা সবসময় অন সাপোর্ট যুক্ত। Redmi Smart Brand Pro-এর ১.৪৭ ইঞ্চির স্ক্রিনে রয়েছে ১৯৪×৩৬৮ পিক্সেল যার ডেনসিটি ২৮২ পিপিআই (PPI)। Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-তে রয়েছে অ্যাপোলো ৩.৫ (Apollo 3.5) প্রসেসর। এছাড়াও Redmi Smart Brand Pro ফোনে রয়েছে ১১০ ধরনের ওয়ার্কআউট মোডস, এগুলি হল- রানিং, সাইক্লিং, জাম্পিং রোপ, রোয়িং মেশিন ইত্যাদি। Redmi Smart Brand Pro-তে রয়েছে হার্ট ট্র্যাক রেটিং সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটরিং, এসপিও২ (SpO2) ট্র্যাকার এবং স্লিপ ট্র্যাকার।
advertisement
Redmi-র এই লেটেস্ট স্মার্টব্যান্ড Redmi Smart Brand Pro-তে রয়েছে স্মার্টফোনের সঙ্গে পেয়ার করার টেকনোলজি। এর ফলে অ্যান্ড্রয়েড ৬.০ (Android 10), আইও এস ১০ (iOS 10) ভার্সন, ব্লুটুথ ৫.০ এর সঙ্গে যুক্ত করা যাবে Redmi Smart Brand Pro। Redmi Smart Brand Pro-তে রয়েছে ২০০এমএএইচের (mAh) ব্যাটারি। এর ফলে Redmi Smart Brand Pro একবার চার্জ দিলে কয়েক সপ্তাহ অনায়াসে চলে যাবে। এছাড়া Redmi Smart Brand Pro-তে রয়েছে বান্ডেলড ম্যাগনেটিক চার্জ।
advertisement
Location :
First Published :
February 10, 2022 3:34 PM IST