Russia's Luna-25 spacecraft : লক্ষ্য ছিল ভারতের আগে চাঁদের মাটি স্পর্শের, শেষ রক্ষা হল না! থমকে গেল রাশিয়ার লুনা-২৫

Last Updated:

Russia's Luna-25 spacecraft : থমকে গেল লুনা-২৫-এর সফর। শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫-তে চাঁদে অবতরণের আগে কিছু প্রযুক্তিগত ত্রুটির দেখা যায়।

 টেক্কা দেওয়া হল না ভারতকে! থমকে গেল রাশিয়ার লুনা-২৫
টেক্কা দেওয়া হল না ভারতকে! থমকে গেল রাশিয়ার লুনা-২৫
থমকে গেল লুনা-২৫-এর সফর। শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫-তে চাঁদে অবতরণের আগে কিছু প্রযুক্তিগত ত্রুটির দেখা যায়। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার।
রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। যা পরবর্তী কৌশলগুলি সম্পাদন করার অনুমতি দেয়নি। এর জেরে কক্ষপথ স্থানান্তর করা যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন।’ শনিবার রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায়। যার জেরে চন্দ্রকক্ষে প্রবেশের আগেই থমকে গেল সে।
advertisement
advertisement
রাশিয়ার লক্ষ্য ছিল ভারতের চন্দ্রযান-৩ এর আগেই চাঁদের মাটি স্পর্শ করার। কিন্তু থমকে গেল লক্ষ্যভেদে! রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস জানিয়েছে যে গতকাল থেকে খোঁজ মিলছিল না লুনার-২৫। অবশেষে, রবিবার জানা গেল যে চাঁদের মাটিতে ভেঙে পড়ল লুনা-২৫।
advertisement
২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে লুনা-২৫। ১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর ফের চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ অগাস্ট এবং ২৩ অগাস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা ছিল লুনার।
advertisement
সোমবার রাশিয়ান মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। হিমায়িত জল এবং মূল্যবান উপাদানের খোঁজ চালানোর কথা ছিল। তবে, সেই লক্ষ‍্যপূরণ হল না রাশিয়ান মহাকাশযানের। বর্তমানে, সকলের নজর এখন ভারতের চন্দ্রযান-৩। শনিবার, দ্বিতীয়বারে জন‍্য ডি-বুস্টিং হয়েছে চন্দ্রযান-৩। এবং সারা বিশ্বের চোখ ২৩ অগাষ্টের দিকে যেদিন চন্দ্রযান-৩-এর সফট্ ল‍্যান্ডিং হওয়ার কথা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Russia's Luna-25 spacecraft : লক্ষ্য ছিল ভারতের আগে চাঁদের মাটি স্পর্শের, শেষ রক্ষা হল না! থমকে গেল রাশিয়ার লুনা-২৫
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement