JioPhone Prima 4G: সস্তায় বিরাট চমক দীপাবলিতে! মাত্র ২৫৯৯ টাকায় এসে গেল Jio-র নতুন ফোন, জানুন ফিচার
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
JioPhone Prima 4G: জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নিয়ে এল তাদের নতুন ফোন JioPhone Prima 4G। রিলায়েন্স জিওর এই নতুন ফোন JioPhone Prima 4G একটি কিপ্যাড ফোন।
জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নিয়ে এল তাদের নতুন ফোন JioPhone Prima 4G। রিলায়েন্স জিওর এই নতুন ফোন JioPhone Prima 4G একটি কিপ্যাড ফোন। JioPhone Prima 4G ফোনে রয়েছে KaiOS সমর্থন সহ ইউটিউব, ফেসবুক,হোয়াটসঅ্যাপ এবং গুগল ভয়েস ফিচার। JioPhone Prima 4G-তে রয়েছে ১৮০০ mAh ব্যাটারি এবং ২৩টি ভাষা সমর্থন যুক্ত ফিচার। JioPhone Prima 4G-তে রয়েছে ভিডিও কলিং এবং ফটোগ্রাফির জন্য ক্যামেরা। এছাড়াও JioPhone Prima 4G ফোনে রয়েছে Jio Tv, JioCinema, JioSaavn, এবং JioPay-এর মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা।
বিগত জুলাই মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL) JioBharat ফোন লঞ্চ করেছে ৯৯৯ টাকায় ২৫০ মিলিয়ন ২G ব্যবহারকারীদের অধিকাংশকে আকর্ষণ করার জন্য। এবার এটি লঞ্চ করা হল বিশেষ করে গ্রামীণ এলাকায় এর ৪জি নেটওয়ার্কের জন্য। JioPhone ডিভাইসটি আসে দুটি প্ল্যানের সঙ্গে। এর মধ্যে একটি হল প্রতি মাসে ১২৩ টাকার প্ল্যান এবং আরেকটি হল এক বছরের জন্য ১২৩৪ টাকার প্ল্যান৷ উভয় প্ল্যানের মধ্যে প্রতি মাসে আনলিমিটেড কলিং এবং ১৪ জিবি ডেটা অন্তর্ভুক্ত।
advertisement
advertisement
আরও পড়ুন- একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…
সাইবারমিডিয়া রিসার্চ (সিএমআর) তার সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে যে, ভারতের স্মার্টফোনের বাজারের ৪G ফিচার ফোন শিপমেন্টের অভিজ্ঞতা বেশ ভাল। ২০২৩ সালের ত্রৈমাসিকে বছরে ৩০০% এর বেশি ব্যতিক্রমী বৃদ্ধি নজরে এসেছে, যা ছিল JioBharat K1 কার্বন এবং JioBharat V2 দ্বারা উল্লেখযোগ্যভাবে চালিত, যা সম্মিলিতভাবে ৬৩% মার্কেট শেয়ার দখল করেছে। সামগ্রিক ফিচার ফোনের বাজার বছরের পর বছর ৬% হ্রাস পেয়েছে। সিএমআর এর রিপোর্ট অনুযায়ী, উল্লেখযোগ্যভাবে ২G ফিচার ফোনের শিপমেন্ট বছরে ২৭% কমেছে।
advertisement
এরই মধ্যে আবার বাজারে এল জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর নতুন ফিচার ফোন JioPhone Prima 4G। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল রিলায়েন্স জিওর এই নতুন ফিচার ফোন JioPhone Prima 4G-তে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। KaiOS সমর্থন যুক্ত এই JioPhone Prima 4G-তে ইউটিউব, ফেসবুক,হোয়াটসঅ্যাপ এবং গুগল ভয়েস ফিচার থাকলেও এর দাম মাত্র ২৫৯৯ টাকা। ভারতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন এক ডিজিটাল বিপ্লব নিয়ে এসেছে রিলায়েন্স জিও। সারা ভারত জুড়ে জিও প্রথম কম দামে মোবাইল ডেটা পরিষেবা দেওয়া শুরু করে। এবার তাদের নতুন ফিচারের ফোনের মাধ্যমে সেই ডিজিটাল বিপ্লবের গতি আরও বাড়তে চলেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2023 7:38 PM IST