Jio: ৫১ টাকা থেকে শুরু করে... জিও প্ল্যানে আসছে 5G-র চমক! জেনে নিন বিশদে
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
Jio: মূল্য সংশোধনের পরে, প্ল্যানগুলিকে এখন "ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যান" বলা হচ্ছে এবং এতে ৫১ টাকা থেকে শুরু করে মোট তিনটি প্ল্যান রয়েছে৷
রিলায়েন্স জিও প্রিপেড, পোস্টপেড এবং ডেটা অ্যাড-অন সহ বিভিন্ন পোর্টফোলিও জুড়ে মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে। এর একটি অংশ হিসাবে, কোম্পানি “৫জি আপগ্রেড” প্ল্যান-সহ আরও কয়েকটি প্রিপেড প্ল্যান সংশোধন করা শুরু করেছে।
মূল্য সংশোধনের পরে, প্ল্যানগুলিকে এখন “ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যান” বলা হচ্ছে এবং এতে ৫১ টাকা থেকে শুরু করে মোট তিনটি প্ল্যান রয়েছে৷
আগে, Jio শুধুমাত্র একটি প্ল্যান অফার করত যেটির মূল্য ছিল ৬১ টাকা। এর একটি প্ল্যান যা ২৩৯ টাকার কম দামের প্ল্যানগুলিতে সীমাহীন ৫জি ডেটা অফার করত।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর দৃশ্য! লাইনচ্যুত ১২ টি বগি, ডিব্রুগড় এক্সপ্রেসে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
advertisement
জিও ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যান: প্ল্যান, সুবিধা এবং আরও অনেক কিছু
রিলায়েন্স জিও ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যানগুলির মধ্যে রয়েছে ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার তিনটি প্ল্যান৷ তিনটি প্ল্যানের মধ্যে সবগুলি আনলিমিটেড ৫জি ডেটা-সহ উপলব্ধ৷ এটি ছাড়াও, তিনটি প্ল্যানেরই ভ্যালিডিটি নেই। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি অ্যাকটিভ প্ল্যানের ভ্যালিডিটির উপর নির্ভর করে৷
advertisement
তিনটি প্ল্যানের মধ্যে পার্থক্য কী?
এই সবকটি প্ল্যান অতিরিক্ত ৪জি ডেটা সহ উপলব্ধ। এর মানে এই প্ল্যানগুলি অতিরিক্ত ৪জি ডেটা অফার করে। ৫১ টাকার প্ল্যানে ৩ জিবি ৪জি ডেটা রয়েছে। ১০১ টাকার প্ল্যানে ৬ জিবি ৪জি ডেটা রয়েছে এবং ১৫১ টাকার প্ল্যানে ৯ জিবি ৪জি ডেটা রয়েছে।
advertisement
কাদের জন্য এই নতুন প্ল্যান?
কার্যত যে কেউ এই প্ল্যানগুলির সঙ্গে তাঁদের Jio নম্বর রিচার্জ করতে পারেন। রিলায়েন্স জিও বিশেষ ভাবে এই বিষয়ে কিছু জানায়নি। তবে ২ জিবি বা তার বেশি ডেটা-সহ সমস্ত প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা অফার করার কথা বিবেচনা করা হয়েছে। এই নতুন প্ল্যানগুলি ১.৫ জিবির কম দৈনিক ডেটা-সহ উপলব্ধ।
advertisement
মূল্য বৃদ্ধির আগে Jio ২৩৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটাও অফার করত৷ এর আগে, ১.৫ জিবি দৈনিক ডেটা-সহ প্ল্যানগুলি আনলিমিটেড ৫জি ডেটা অন্তর্ভুক্ত করত৷ মূল্য বৃদ্ধির পরে, ব্যবহারকারীরা শুধুমাত্র আনলিমিটেড ৫জি ডেটা পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 11:48 PM IST