AC Tips: এসি থেকে জলের ছিটে? আসল সমস্যা কোথায়? এখনই সাবধান হন, নাহলেই বিরাট টাকার ধাক্কা
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
AC water leakage: বৃষ্টির দিনে প্রায়ই এসি ইউনিট থেকে জলের ছিটে আসতে দেখা যায়। অনেকেই এই বিষয়টির প্রতি মনোযোগ দেন না, তবে এই ছোট্ট সমস্যা আসলে এক বড় সমস্যার সংকেত হতে পারে। তাই এই সমস্যা কেন হচ্ছে তা জানা দরকার।
এয়ার কন্ডিশনার গ্রীষ্মের গরম থেকে বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়া সবেতেই খুব সাহায্য করে। বর্ষাকালে এসির বাতাস আরও আরামদায়ক হয়ে ওঠে। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হল বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়, যার কারণে অধিক শীতলতা অনুভূত হয়। বিশেষ ভাবে এসির বাতাস বাতাসের আর্দ্রতা শোষণ করে এবং চারপাশের ঠান্ডা হাওয়াকে শুষ্ক করে দেয়, যার কারণে শীতল অনুভূতি হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement