Dibrugarh Express Train Accident: ভয়ঙ্কর দৃশ্য! লাইনচ্যুত ১২ টি বগি, ডিব্রুগড় এক্সপ্রেসে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Dibrugarh Express Train Accident: ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।
উত্তরপ্রদেশ: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা।
সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।
advertisement
advertisement
রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য মনকাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হল। গোন্ডা থেকে মনকাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে উত্তরপ্রদেশের গোণ্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউরায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে৷ আহত কমপক্ষে ২০ জন৷
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। আশপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে।
advertisement
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের সংখ্যা একাধিক৷ যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেললাইনের পাশে৷ সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 6:27 PM IST