Reliance Jio-Netflix : বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন! রিলায়েন্স জিও-র নয়া প্রিপেইড প্ল্যানে দারুণ সুবিধা

Last Updated:

Reliance Jio-Netflix : এবারই প্রথম একটি প্রিপেইড প্ল্যানের অংশ হিসাবে যুক্ত হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। ৪০০ মিলিয়নেরও বেশি জিও প্রিপেইড ব্যবহারকারীরা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন উপভোগের সুবিধা পাবেন।

রিলায়েন্স জিও-র নয়া প্রিপেইড প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন
রিলায়েন্স জিও-র নয়া প্রিপেইড প্ল্যানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন
প্রিপেইড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আনল রিলায়েন্স জিও। নতুন এই প্রিপেইড প্ল্যানে রয়েছে বিশেষ বোনাস। একটি বান্ডেলড নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাবে প্ল্যানের সঙ্গে। যদিও নেটফ্লিক্স (Netflix) সাবস্ক্রিপশনগুলি আগে শুধুমাত্র কিছু কিছু জিও পোস্টপেইড এবং জিও ফাইবার প্ল্যানগুলির সঙ্গে পাওয়া যেত। এবারই প্রথম একটি প্রিপেইড প্ল্যানের অংশ হিসাবে যুক্ত হল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। ৪০০ মিলিয়নেরও বেশি জিও প্রিপেইড ব্যবহারকারীরা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন উপভোগের সুবিধা পাবেন।
প্রথম প্রিপেইড প্ল্যানটির দাম ১০৯৯ টাকা। প্ল্যানটি নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সঙ্গে এলেও শুধুমাত্র মোবাইল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও প্রতি দিন ২ জিবি ডেটা। সঙ্গে জিও ওয়েলকাম অফার এবং ৫জি আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং ৮৪ দিনের বৈধতা পাবেন।
advertisement
দ্বিতীয় প্ল্যানটির দাম ১৪৯৯ টাকা। এটির সঙ্গেও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আসে। কিন্তু কেবল মোবাইলের জন্য নয়। বড় স্ক্রিনেও ব্যবহার করুতে পারেন। নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের পাশাপাশি প্রতি দিন ৩ জিবি ডেটা-সহ জিও ওয়েলকাম অফার এবং আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। এছাড়াও পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং ৮৪ দিনের বৈধতা।
advertisement
জিও প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও কিরণ থমাস এই প্রসঙ্গে বলেন, “আমাদের উত্সর্গটি আমাদের ব্যবহারকারীদের শীর্ষস্থানীয় পরিষেবা প্রদানের মধ্যে নিহিত৷ আমাদের প্রিপেইড প্ল্যানগুলিতে নেটফ্লিক্স অন্তর্ভুক্ত করা আমাদের প্রতিশ্রুতি প্রদর্শনের ক্ষেত্রে আরেকটি অগ্রগতির ইঙ্গিত দেয়৷ আমাদের সহযোগীতা নেটফ্লিক্সের মতো বিশ্বব্যাপী অংশীদারদের সাথে প্রচেষ্টা জোরদার হতে থাকে এবং সম্মিলিতভাবে, আমরা এমন মানদণ্ড স্থাপন করছি যা বাকি বিশ্ব অনুসরণ করতে পারে।”
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reliance Jio-Netflix : বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন! রিলায়েন্স জিও-র নয়া প্রিপেইড প্ল্যানে দারুণ সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement