রিলায়েন্স জিওর বার্ষিক প্রিপেড প্ল্যানের ধামাকা অফার! বিনামূল্যে পাবেন জনপ্রিয় ওটিটি সাবস্ক্রিপশন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Pooja Basu
Last Updated:
রিলায়েন্স জিও একটি বার্ষিক প্রিপেড প্ল্যান চালু করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করেছে।
মুম্বই: ভারতে প্রথম সস্তায় মোবাইল ডেটা পরিষেবা দেওয়া শুরু করে রিলায়েন্স জিও। এক কথায় রিলায়েন্স জিওই ভারতে শুরু করে ডিজিটাল বিপ্লব। সস্তায় মোবাইল ডেটা অফার নিয়ে এসে রিলায়েন্স জিও ভারতের প্রতিটি ঘরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা শুরু করেছে। বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় টেলিকম অপারেটর হল রিলায়েন্স জিও। জিওর বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অফার। এরই মধ্যে রিলায়েন্স জিও একটি বার্ষিক প্রিপেড প্ল্যান চালু করেছে, যা ব্যবহারকারীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করেছে।
Jio-এর বার্ষিক ৩,২২৭ টাকার প্ল্যান –
Reliance Jio এর বার্ষিক প্ল্যানের দাম হল ৩,২২৭ টাকা, যা পুরো বছরের বৈধতা অফার করে। এই প্ল্যান Amazon Prime Video, বিশেষ করে মোবাইল সংস্করণে অ্যাক্সেসের একটি মূল্যবান বোনাস অন্তর্ভুক্ত করে। প্রাইম ভিডিও সুবিধা ছাড়াও এই প্ল্যানের স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য হল এর যথেষ্ট ডেটা। এই প্ল্যানটি ব্যবহারকারীদের দৈনিক ২ জিবি উচ্চ-গতির ডেটা বরাদ্দ করে। যার ফলে সারা বছরের জন্য মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যায়। এই ডেটা বরাদ্দের পাশাপাশি, এই প্ল্যানটি রিলায়েন্স জিওর প্রতি দিন সীমাহীন ভয়েস কল এবং ১০০টি বিনামূল্যে SMS-এর সুবিধা দেয়। উপরন্তু, গ্রাহকরা JioCloud, JioTV এবং JioCinema-এ বিনামূল্যে অ্যাক্সেসের অতিরিক্ত সুবিধা পাবেন, যা এই প্ল্যানের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
advertisement
আরও পড়ুনElectric Bed Warmer: ইলেকট্রিক কম্বল চালু হলেই ঠান্ডা ভ্যানিশ! চার্জ হয় সহজে, কারেন্ট পড়েও কম, দাম জানুন
অ্যামাজন প্রাইম ভিডিও ছাড়াও যাঁরা Sony Liv, Zee5, বা Disney+Hotstar পছন্দ করেন, তাঁদের জন্য, টেলিকম জায়ান্ট যথাক্রমে ৩,২২৬ টাকা, ৩,২২৫ টাকা এবং ৩,১৭৮ টাকার বার্ষিক পরিকল্পনা অফার করে। এই প্ল্যানগুলি নতুন প্রাইম ভিডিও মোবাইল এডিশন প্ল্যানের মতো একই সুবিধাগুলি অফার করে। যাঁরা Zee5 এবং Sony Liv উভয়ের কনটেন্ট দেখতে আগ্রহী তাঁদের জন্য রয়েছে রিলায়েন্স জিওর ৩,৬৬২ টাকার বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে ১ বছরের বৈধতা রয়েছে এবং এটি ২.৫ জিবির দৈনিক ডেটা প্রদান করে, যা সংযোগ এবং বিনোদন উভয় চাহিদা পূরণ করা নিশ্চিত করে।
advertisement
advertisement
আরও পড়ুনSmartphone under Rs 30000: ৩০ হাজার টাকার নিচে এই স্মার্টফোনগুলিতে ছবি ওঠে সেরা!
view commentsসুতরাং কেউ যদি একটি বাজেটবান্ধব বার্ষিক প্রিপেড প্ল্যানের সন্ধানে থাকেন, তাঁর জন্য ২,৫৪৫ টাকার বিকল্পটি একটি সেরা নির্বাচন। এটি দৈনিক ১.৫ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS প্রদান করে এবং ৩৩৬ দিনের বৈধ।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 1:20 PM IST