Electric Bed Warmer: ইলেকট্রিক কম্বল চালু হলেই ঠান্ডা ভ্যানিশ! চার্জ হয় সহজে, কারেন্ট পড়েও কম, দাম জানুন
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Pooja Basu
Last Updated:
Electric Bed Warmer: বলে রাখা ভাল যে, ইলেকট্রিক কম্বলের ওজন কম হওয়ায় এগুলি ব্যবহার করাও বেশ সহজ।
উত্তর ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে এখন তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করেছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আর কয়েক দিনের মধ্যেই গোটা উত্তর ভারতে শীতের তীব্রতা আরও বাড়বে। শুধু তা-ই নয়, সমস্ত দেশেই বৃদ্ধি পাবে ঠান্ডার দাপট। এমন পরিস্থিতিতে গিজার, হিটার থেকে শুরু করে গরম পোশাক, কম্বল, লেপ ইত্যাদির চাহিদা বাড়তে শুরু করেছে।
advertisement
advertisement
অ্যামাজনের মতো ওয়েবসাইটগুলিতে এই ইলেকট্রিক কম্বল কিনতে পাওয়া যায়। এক্সপ্রেশন পোলার ইলেকট্রিক বেড ওয়ার্মার এইবারে অন্যতম চাহিদার তালিকায় ছিল। আর এই ইলেকট্রিক বেড ওয়ার্মার এখন অ্যামাজন থেকে ৫০ শতাংশ ছাড়ে মাত্র ১,৭৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এমনিতে এই ধরনের কম্বলের মূল্য হয় ৩,৫৯৯ টাকা। বলে রাখা ভাল যে, ইলেকট্রিক কম্বলের ওজন কম হওয়ায় এগুলি ব্যবহার করাও বেশ সহজ। এমনকী ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে তা সঙ্গে করে নিয়ে যাওয়া যেতে পারে।
advertisement
এই ইলেকট্রিক কম্বলে ৩টি টেম্পারেচারের সেটিংস পাওয়া যাচ্ছে। নিরাপত্তার জন্য এতে অতিরিক্ত হিট প্রোটেকশন-সহ ৩টি টেম্পারেচার সেটিংস দেওয়া রয়েছে। এছাড়াও এই কম্বলটিতে পাওয়া যায় ১২ ঘণ্টা অটোমেটিক-শাট-অফ ফিচার। অ্যামাজনের দেওয়া তথ্য অনুসারে, এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে কম্বলটি চারদিকে যথাযথ ভাবে তাপ সরবরাহ করতে পারে। এটি গরম করার বিভিন্ন লেভেল সেট করার জন্য ২ ফুট কন্ট্রোলার কর্ড এবং ৬ ফুট কন্ট্রোলার কর্ডও পাওয়া যায়।
advertisement