Tata Nano EV: নতুন টাটা ন্যানো দেখে থ খোদ রতন টাটা! লুক দেখলে চমকে যাবেন আপনিও

Last Updated:

Tata Nano EV: বহু মধ্যবিত্তের চার চাকার স্বপ্ন পূরণ করা টাটা ন্যানো একেবারে নতুন লুক নিয়ে হাজির। দেখে অবাক খোদ রতন টাটা।

নয়াদিল্লি: রতন টাটা ন্যানো গাড়িটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। এই লক্ষ্যকে বাস্তবের রূপ দিতে ন্য়ানো গাড়ির দাম এক লাখ টাকা রেখেছিলেন তিনি। তবে সেই গাড়িটির বিক্রি কয়েক বছর ধরে খারাপ পর্যায়ে ছিল। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি হিসেবে ন্যানো চালু হয়েছে। একেবারে নতুন রূপে। যদিও ন্যানো গত কয়েক বছরে বহু মধ্যবিত্তের চার চাকার স্বপ্ন পূরণ করেছে।
রতন টাটা বৈদ্যুতিক ন্যানো দেখে অবাক-
নতুন ইলেকট্রিক ন্যানো গাড়িটির সঙ্গে রতন টাটার একটি ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Electra EV লিখেছে, যে এটি আমাদের জন্য অতি গর্বের বিষয় যে আমরা যখন রতন টাটার কাছে গাড়িটি পৌঁছে দিয়েছিলাম। তিনি কেবল এই গাড়িতে চড়েননি, প্রতিক্রিয়াও জানিয়ে ছিলেন। নতুন টাটা ন্যানো ইভি দেখে তিনি আপ্লুত এবং অবাকও।
advertisement
advertisement
গাড়ি নিয়ে প্রতিক্রিয়া জানালেন রতন টাটা-
Tata Nano কে Electra EV কাস্টমাইজ করা হয়েছে। Electra EV এমন একটি কোম্পানি যারা বৈদ্যুতিক গাড়ির জন্য পাওয়ারট্রেন তৈরি করে। Linkedin-এ এই সম্পর্কে তথ্য দিয়ে সংস্থাটি বলেছে, রতন টাটা শুধু এই গাড়িটি পছন্দ করেননি, তিনি এই ন্যানো গাড়িতে চড়ে ঘুরতেও বেরিয়েছিলেন। রতন টাটার কাছে 72V ন্যানো ইভি সরবরাহ করা হয়েছিল সংস্থার তরফে। তাঁর কাছ থেকে এই নতুন মডেল সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া অত্যন্ত গর্বের অনুভূতির বলে সংস্থাটি জানিয়েছে।
advertisement
১০ সেকেন্ডেরও কম সময়ে 0 থেকে 60 kmph গতি-
টাটা ন্যানো ইভি ১০ সেকেন্ডেরও কম সময়ে প্রতি ঘন্টায় 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারবে। এটি একটি ফোর-সিটের গাড়ি এবং এতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিক হওয়া সত্ত্বেও এটি একটি পেট্রল চালিত গাড়ির মতোই অনুভূতি দেবে। এই কাস্টম বিল্ট ন্যানো ইভিতে 72V আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। কোম্পানি গাড়ির ডিজাইন-এ পরিবর্তন করেছে এবং অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, নতুন টাটা ন্যানো ইভি একবার চার্জে ২১৩ কিলোমিটারের রেঞ্জ কভার করতে পারবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tata Nano EV: নতুন টাটা ন্যানো দেখে থ খোদ রতন টাটা! লুক দেখলে চমকে যাবেন আপনিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement