Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!

Last Updated:

Samsung Galaxy Tab S8: এক নজরে দেখে নেওয়া যাক Samsung-এর S8 সিরিজের ট্যাবলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: Samsung ভারতে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Samsung Galaxy Tab S8। ভারতে Samsung লঞ্চ করবে তাদের প্রিমিয়াম সেগমেন্টের S8 সিরিজের ট্যাবলেট। মনে করা হচ্ছে অ্যাপলের (Apple) iPad-কে টেক্কা দেওয়ার জন্যই Samsung ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন S8 সিরিজের ট্যাবলেট Samsung Galaxy Tab S8। ভারতে S8 সিরিজের তিনটি ট্যাবলেট লঞ্চ করা হতে পারে। সেগুলো হল Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra। এক নজরে দেখে নেওয়া যাক Samsung-এর S8 সিরিজের ট্যাবলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
Galaxy Tab S8 -
Samsung-এর নতুন Galaxy Tab S8-এ রয়েছে ১১ ইঞ্চির WQXGA ডিসপ্লে যা ২৫৬০×১৬০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। Galaxy Tab S8 এ রয়েছে ১২০এইচজেড (Hz) রিফ্রেশ রেট এবং এর পিক্সেল ডেনসিটি হল ২৭৬ পিপিআই (PPI)। Galaxy Tab S8-এ রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা এস পেন (S Pen) সাপোর্ট যুক্ত। Galaxy Tab S8-এ রয়েছে অক্টা কোর চিপসেট এবং ৮জিবি (GB) ও ১২জিবি র‍্যাম (RAM) অপশন। Galaxy Tab S8-এ রয়েছে ১২৮জিবি ও ২৫৬জিবি স্টোরেজ যা প্রায় ১টিবি (TB) পর্যন্ত বাড়ানো যাবে কার্ড স্লটের মাধ্যমে। Galaxy Tab S8-এর পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং ৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা যা ফ্ল্যাশ যুক্ত। Galaxy Tab S8-এর সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। Galaxy Tab S8-এ রয়েছে ৮,০০০এমএএইচ (mAh) ব্যাটারি।
advertisement
Galaxy Tab S8+ -
Samsung-এর নতুন Galaxy Tab S8+-এ রয়েছে ১2.4 ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে যা ২৮০০×১৭৫২ পিক্সেল রেজোলিউশন যুক্ত। Galaxy Tab S8+-এ রয়েছে ১২০এইচজেড (Hz) রিফ্রেশ রেট। Galaxy Tab S8+-এ রয়েছে Galaxy Tab S8-এর মতো একই ক্যামেরা। Galaxy Tab S8+-এ রয়েছে ১০,০৯০এমএএইচ (mAh) ব্যাটারি।
advertisement
advertisement
Galaxy Tab S8 Ultra -
Galaxy Tab S8 Ultra-তে রয়েছে ১৪.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। Galaxy Tab S8 Ultra-তে রয়েছে ২৯৬০×১৮৪৮ পিক্সেল রেজোলিউশন এবং এর রিফ্রেশ রেট ১২০এইচজেড। Galaxy Tab S8 Ultra-তে রয়েছে ৮জিবি, ১২জিবি এবং ১৬জিবি র‍্যামের অপশন। Galaxy Tab S8 Ultra-তে রয়েছে ৫১২জিবি স্টোরেজের অপশন যা প্রায় ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement