Raksha Bandhan 2023: প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে উদযাপনের উষ্ণতা, 'ভার্চুয়াল রাখি'-তে মজেছে গোটা বিশ্ব
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Raksha Bandhan 2023: ভাইয়েরা তাঁদের আদরের বোনদের জন্য অনলাইনে উপহারও পাঠাতে পারে। সেজন্য আর কোনও দোকানে যাওয়ার বা লাইনে দাঁড়ানোর দরকার হয় না।
দুনিয়াটা প্রযুক্তির বশ হয়ে পড়ছে। তার ভাল-খারাপ দুই দিকই রয়েছে। তবে সে যাই হোক না কেন, প্রযুক্তিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই।এখন গোটা বিশ্বই ডিজিটাল। এই প্রযুক্তি পৃথিবীর মানুষকে শেখাচ্ছে নতুন করে কথা বলতে, খেলতে, কাজ করতে। এমনকী এই প্রযুক্তির হাত ধরে বদলে যাচ্ছে বিশেষ দিনের উদযাপন। মানুষও এই সব বিশেষ আনন্দের দিনগুলি উদযাপন করার ক্ষেত্রে প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে। মনে করা হচ্ছে এতে আনন্দ বাড়ছে অনেকটাই।
এই মুহূর্তে চলছে রাখি বন্ধনের প্রস্তুতি। আর সেই ভালবাসার উৎসবেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ভার্চুয়াল রাখি বন্ধনের কথা ভাবছেন ভারতের নাগরিকরাও। আসলে পৃথিবীটা যেমন প্রযুক্তির কল্যাণে কাছে এসেছে, তেমনই সম্পর্ক আর সম্পর্কিত মানুষেরা অনেকটা দূরে চলেছে গিয়েছেন। তাই দূর থেকে যোগাযোগ রাখার জন্য কম্পিউটার, ফোন ব্যবহার করতেই হয়। যে ভাই ও বোনেরা অনেক দূরে থাকেন, তাঁরা বিশেষ অনলাইন মিটিং করতে পারে এই রাখি বন্ধন উপলক্ষ্যে।
advertisement
advertisement
সব থেকে বড় বিষয় হল ভাইয়েরা তাঁদের আদরের বোনদের জন্য অনলাইনে উপহারও পাঠাতে পারে। সেজন্য আর কোনও দোকানে যাওয়ার বা লাইনে দাঁড়ানোর দরকার হয় না। আঙুলের ছোঁয়াতেই পছন্দ করে বিশেষ উপহার কিনে ফেলা সম্ভব। তা সরাসরি পৌঁছে যাবে দূর দেশে থাকা বোনের কাছেও। একই ভাবে দূরে থাকা ভাইকেও রাখি পাঠাতে পারেন বোনেরা।
advertisement
রাখি বন্ধনের প্রতিটি সুন্দর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সুন্দর সুন্দর রাখি, বিশেষ উপহার, ভাই আর বোনের হাসি মুখ সবই ভাগাভাগি হয় সকলের সঙ্গে। যেমন হয় অন্য সমস্ত উৎসব। একটা সময় ছিল যখন, অনেক কষ্ট করে হলেও বোনেরা যেতেন ভাইয়েদের কাছে, হাতে রাখি বাঁধতে। অথবা, ঠিক একই ভাবে বছরের এই একটা দিনে ভাই আসতেন বোনের কাছে। সেই উৎসব পালনের অন্য উষ্ণতা ছিল। ভার্চুয়াল উৎসবে বদলে যাচ্ছে সেই উষ্ণতার আবেগ। তবু উৎসব তো রয়েছেই।
advertisement
২০২৩ সালে রাখি বন্ধন আর শুধুমাত্র রাখি বাঁধা এবং মুখোমুখি বসে উপহার দেওয়া-নেওয়া নয়। বরং সোশ্যাল মিডিয়া, প্রযুক্তিকে ব্যবহার করে যোগাযোগ বাড়িয়ে তোলার অঙ্গ। প্রযুক্তি উদযাপনের নতুন উপায় করে দিয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 4:40 PM IST