Raft Cosmic EV: ‘পৃথিবীর স্বাস্থ্যরক্ষায় পদক্ষেপ’, চারটি নতুন ইভি মডেল মন জয় করবে ক্রেতারও

Last Updated:

চারটি নতুন ইভি মডেল লঞ্চ করল র‍্যাফট কসমিক ইভি। এই চারটি মডেল হল, র‍্যাফট কসমিক ইভি ওয়ারিয়র, র‍্যাফট কসমিক ইভি ইন্ডাস, র‍্যাফট কসমিক ইভি ম্যাগনেটিক এবং র‍্যাফট কসমিক ইভি জান্সকার।

Raft Cosmic EV Launches Innovative Electric Vehicles with Stellar Event
Raft Cosmic EV Launches Innovative Electric Vehicles with Stellar Event
কলকাতা: চারটি নতুন ইভি মডেল লঞ্চ করল র‍্যাফট কসমিক ইভি। প্রতিটি মডেলই স্বতন্ত্র চরিত্রে ভাস্বর। এই চারটি মডেল হল, ‘র‍্যাফট কসমিক ইভি ওয়ারিয়র’, ‘র‍্যাফট কসমিক ইভি ইন্ডাস’, ‘র‍্যাফট কসমিক ইভি ম্যাগনেটিক’ এবং ‘র‍্যাফট কসমিক ইভি জান্সকার’।
চারটি মডেলের বিশেষত্বও রয়েছে। র‍্যাফট কসমিক ইভি ওয়ারিয়র চলবে শহুরে রাস্তায়। দীর্ঘপথ অতিক্রম করবে র‍্যাফট কসমিক ইভি ইন্ডাস। সোজা কথায় দূর ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে এই গাড়ি। চৌম্বক গতির প্রতিনিধিত্ব করে র‍্যাফট কসমিক ইভি ম্যাগনেটিক। অন্য দিকে, বিলাসিতা এবং কর্মক্ষমতার প্রতীক হল র‍্যাফট কসমিক ইভি জান্সকার।
advertisement
advertisement
মডেল লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং কসমিক ইভি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য বিক্রম বিড়লা। অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন, জিতেন্দ্র কোচার, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), বেদান্ত মিমানি, চিফ অপারেটিং অফিসার (সিওও), কুশল চৌধুরি, চিফ প্রডাক্ট অফিসার (সিপিও), রাজীব শিশির নাগর, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) , কুমার সুদর্শন, চিফ টেকনোলজি অফিসার (সিটিও), আদিত্যবিক্রম মালু, মার্কেটিং হেড (এমএইচ)। এছাড়া টলিউডের বিখ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্যের উপস্থিত অন্য মাত্রা যোগ করেছিল অনুষ্ঠানে।
advertisement
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দুপুর ১টায়। এরপর সিইও প্রদীপ কোচার বক্তব্য পেশ করেন। লঞ্চ অনুষ্ঠানের আবহ গড়ে দেন তিনি। মঞ্চে প্রতিটি গাড়ির সঙ্গে তার বিস্তারিত বিবরণ লেখা ছিল। যাতে দর্শকদের অসুবিধা না হয়।
advertisement
চেয়ারম্যান এবং কসমিক ইভি লিমিটেড ও কসমিক বিড়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য বিক্রম বিড়লা বলেন, “টেকসই এবং গতিশীলতায় নতুন মাইলফলক রচিত হল। উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি র‍্যাফট কসমিক ইভি নিবেদিত। নিশ্চিত করে বলা যায়, বৈদ্যুতিক যান শুধু স্বয়ংচালিত শিল্পকে রূপান্তরিত করবে তাই নয়, বরং অবদান রাখবে। আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ”। সঙ্গে তিনি যোগ করেন, “টেকসই বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে পৃথিবীর স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের এই প্রয়াস”।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Raft Cosmic EV: ‘পৃথিবীর স্বাস্থ্যরক্ষায় পদক্ষেপ’, চারটি নতুন ইভি মডেল মন জয় করবে ক্রেতারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement