#নয়াদিল্লি: ভারতে ফিরছে পাবজি ? গত মাসেই এমনটা ঘটার একটা আভাস পাওয়া গিয়েছিল ৷ জানা গিয়েছিল, চিনা নিয়ন্ত্রণমুক্ত হয়ে পাবজি মোবাইল ইন্ডিয়া নামে নতুন করে ভারতে লঞ্চ করতে চলেছে এই জনপ্রিয় গেম ৷ যা পাবজি প্রেমীদের জন্য অবশ্যই ভাল খবর ৷ কিন্তু এখনই খুব তাড়াতাড়ি ভারতে ফিরছে না জনপ্রিয় মোবাইল গেম পাবজি। মার্চের আগে পাবজি ভারতে ফেরার সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে যেখানে পাবজি গেম ভারতে নিষিদ্ধ করা হয়েছিল, সেখানে ফের তা চালু করার কী মানে ? এমনটাই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা ৷ সূত্রের খবর, চলতি বছরে ভারতে ফিরছে না মোবাইল গেম পাবজি। ফলে ক্রিসমাস, নিউ ইয়ারের মতো অনুষ্ঠানেও রয়্যাল ব্যাটল গেম ছাড়াই থাকতে হবে গেম-প্রেমীদের। এমনকি, ফেব্রুয়ারিতে ভ্যালেটাইন্স ডে-ও পাবজি ছাড়া কাটাতে হবে বলে জানা যাচ্ছে।
লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার সংঘর্ষের পরেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি ৷ এর জেরে একাধিক চিনা অ্যাপ বাতিল করে ভারত সরকার ৷ যার মধ্যে অন্যতম ছিল জনপ্রিয় পাবজি গেমও ৷ এর আগে জানা গিয়েছিল ১৪ নভেম্বর ভারতে ফিরে আসতে চলেছে পাবজি। তাতে উৎসাহ আরও বেড়ে যায় পাবজি প্রেমীদের ৷ কিন্তু কবে পাবজি ফের চালু হচ্ছে ভারতে, সে ব্যাপারে স্পষ্ট কোনও তারিখের উল্লেখ করা হয়নি ৷ তাই মার্চের আগে পাবজির ফেরার কোনও সম্ভাবনাই নেই এ দেশে, এমনটা বলা যেতেই পারে ৷