মাত্র ৫০০ টাকায় এই শীতে ঘরে আনুন গিজার, জল গরম হবে পলক ফেলার আগেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এখন আর চিন্তা নেই। বর্তমানে বাজারে বেশ সস্তাতেও গিজারের বিকল্প পাওয়া যাচ্ছে।
Portable Geyser: সমগ্র উত্তর ভারত জুড়েই এখন প্রচন্ড শীতের দাপট চলছে। এই সময় স্নানের প্রয়োজনে তো বটেই, অন্যান্য কাজের জন্যেও গরম জলের প্রয়োজন। এমন পরিস্থিতিতে গরম জলের ব্যবহার বেড়ে যাওয়াটাও স্বাভাবিক। সে ক্ষেত্রে বাড়িতে গিজার থাকা খুবই প্রয়োজন। সাধারণ অনেক বাড়িতে গিজারের ব্যবহার না থাকার অন্যতম কারণ এর দাম। তবে এখন আর চিন্তা নেই। বর্তমানে বাজারে বেশ সস্তাতেও গিজারের বিকল্প পাওয়া যাচ্ছে।
অনেকেই গিজারের দাম বেশি হওয়ায় গ্যাসেই জল গরম করেন, এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হয় অন্য দিকে তেমনই সময়ও নষ্ট হয়। আজ আমরা এমন একটি ইলেক্ট্রনিক পণ্যের কথা বলব যা খুব বেশি বিদ্যুৎ বা গ্যাস ব্যবহার না করেও সহজেই জল গরম করা যায়।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
ব্যবহাকারীরা মাত্র ৫০০ টাকা খরচ করেই এখন অল্প সময়ের মধ্যে জল গরম করতে পারেন। সাধারণ ভাবে বাজারে যে বিভিন্ন ধরনের গিজার পাওয়া যায় সেগুলোর দাম অনেকটাই বেশি এবং এগুলিতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এমতাবস্থায় এই ধরনের গিজার কেনা সবার সাধ্যের ব্যাপার নয়। সাধারণ মানুষের এই সমস্যার কথা ভেবেই বাজারে এসেছে একেবারে সস্তা গিজার। এর দাম প্রায় ৫০০ টাকা। এই গিজারটির আকার প্রায় ২০ সেন্টিমিটার।
advertisement
advertisement
এটি একটি ইনস্ট্যান্ট গিজার যা অল্প সময়েই জল গরম করতে সাহায্য করে। এর সবচেয়ে সুবিধে জনক বৈশিষ্ট্য হল এটি যে কোনও জায়গায় ইনস্টল করা যায়। তবে এটি সাধারণত একবারে অল্প পরিমাণ জলই গরম করতে পারে। যাঁদের একসঙ্গে অনেকটা জলের প্রয়োজন হয় তাঁদের এটি দুই বা তিনবার ব্যবহার করতে হবে।
advertisement
ছোট এই গিজারটির অনেক রকমের সুবিধা রয়েছে। এই গিজার চালাতে প্রতি মাসে বড় গিজারের তুলনায় খরচ অনেকটাই কমে যায়। রান্নাঘর, বাথরুম, ওয়াশ বেসিনেও এই গিজার লাগানো যেতে পারে। এই গিজারের ব্যবহারও খুবই সহজ। অফলাইন বা অনলাইন যে কোনও ভাবেই গ্রাহকরা মাত্র ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে এই গিজার কিনতে পারবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 2:36 PM IST