আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা; বাজারে আসছে Poco X7 এবং Poco X7 Pro

Last Updated:

Poco X7 pro- ওই সংস্থার তরফে আগেই X সিরিজের নতুন জেনারেশনের মডেলের এই ফোনের টিজার সামনে আনা হয়েছিল। যা গ্রাহকদের মধ্যে উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।

News18
News18
কলকাতা: যাঁরা মোবাইল ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। ৯ জানুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে Poco X7 এবং Poco X7 Pro। ওই সংস্থার তরফে আগেই X সিরিজের নতুন জেনারেশনের মডেলের এই ফোনের টিজার সামনে আনা হয়েছিল। যা গ্রাহকদের মধ্যে উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।
মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন Poco X7 সিরিজ একটি পারফরম্যান্স-সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আগেই এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম।
advertisement
advertisement
সম্প্রতি X প্ল্যাটফর্মে ধারাবাহিক ভাবে পোস্ট করে Poco X7 এবং Poco X7 Pro-র বিষয়ে জানিয়েছিল সংস্থা। উভয় ডিভাইসেই থাকবে কালো এবং হলুদ ডুয়াল টোন কালার। যদিও উভয় ফোনই ডিজাইনের দিক থেকে বেশ আলাদা। আগে যা বলা হয়েছিল যে, Poco X7 Pro-এ রয়েছে ভার্টিক্যালি-প্লেসড ডুয়াল ক্যামেরা সেটআপ।
যেখানে Poco X7-এ রয়েছে কার্ভড-এজ-সহ স্কোয়ার-শেপড ক্যামেরা মডিউল। এর পাশাপাশি POCO X7 Pro মিলবে Iron Man Edition। যেখানে রিয়ার প্যানেলে দেখা যাবে লাল এবং সোনালি রঙ।
advertisement
স্পেসিফিকেশনের দিক থেকে Poco X7 Pro-তে থাকতে চলেছে নতুন MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর। সেই সঙ্গে থাকবে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। এই স্মার্টফোন চালিত হবে ৬৫৫০ mAh ব্যাটারি দ্বারা। যা ৯০ ওয়াটস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনে থাকছে HyperOS 2.0 আউট অফ দ্য বক্স।
অন্যদিকে, ভ্যানিলা Poco X7-এ থাকবে ১.৫কে 3D curved AMOLED ডিসপ্লে। ফলে মিলবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এতে থাকবে ডুয়াল-ক্যামেরা সেট-আপ। যেখানে থাকবে OIS সাপোর্ট-সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। Pro ভ্যারিয়েন্টের মতো এতে থাকতে পারে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ।
advertisement
আরও পড়ুন- ভারতে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী? নামটা শুনলে অবাক হবেন!
ভারতে কত হতে চলেছে Poco X7 এবং Poco X7 Pro-র দাম:
Poco X7 Pro-র দাম হতে চলেছে ৩০ হাজারের নীচেই। আসলে গত বছর ভারতে Poco X6 Pro লঞ্চ হয়েছিল ২৬৯৯৯ টাকায়। যেখানে Poco X7 উল্লেখযোগ্য ভাবে সস্তা হবে। এর দাম হতে পারে ২০ হাজারের নীচে।
advertisement
যদিও লঞ্চ হওয়ার সময়ই সঠিক দামটা প্রকাশ্যে আসবে। প্রসঙ্গত ভারতে POCO X7 সিরিজের লঞ্চের অনুষ্ঠান দেখার জন্য যেতে হবে সংস্থার ইউটিউব চ্যানেলে। আসলে সেখানেই লাইভ-স্ট্রিমিং হবে। ভারতীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা; বাজারে আসছে Poco X7 এবং Poco X7 Pro
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement