দাম নেহাত কম নয়! Poco F4 5G কিনে লাভ হবে কী? জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Poco F4 5G: এত টাকা খচ করেও যদি যেমনটা আশা করা গিয়েছিল, তেমন পারফরমেন্স পাওয়া না যায়?
#নয়াদিল্লি: নানা অফার দিয়েও ফোনের দাম একেবারেই কম কিছু নয়, প্রায় ৩০ হাজার টাকা তো বটেই! তবে আজকাল দেশের একটা বড় অংশের ইউজার স্মার্টফোনের পিছনে খরচ করতে চাইছে, ফলে, এই টাকাটা অনেকেরই গায়ে লাগবে না। যেটা গায়ে লাগবে সেটা হল এত টাকা খচ করেও যদি যেমনটা আশা করা গিয়েছিল, তেমন পারফরমেন্স পাওয়া না যায়?
দেখে নেওয়া যাক নিজের প্রিয় ব্র্যান্ড ছেড়ে Poco F4 5G-র দিকে হাত বাড়ানো যায় কি না!
ডিজাইন
Poco F4 5G বেশ প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন, অন্তত ডিজাইনের দিক থেকে তো বটেই। এর গ্লাস বডি প্যানেল ফোনটাকে যথেষ্টই নজরকাড়া করে তুলেছে প্রতিযোগীদের মডেলের মাঝে। ওজনও বেশ ঠিকঠাক- ধরে থাকলে হাতে ব্যথা করবে না। পাঞ্চ হোল টপওয়ালা ফোনের ফ্রন্ট নিয়েও অভিযোগের কোনও জায়গা নেই।
advertisement
advertisement
আরও পড়ুন- গেম খেলার জন্য সেরা অপশন! জানুন স্পেশিফিকেশন ও দাম
ডিসপ্লে
এবার আসা যাক ডিসপ্লে-র ব্যাপারে। ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, এইচডিআর১০+ আর ডলবি ভিশন- সব মিলিয়ে এই দামের মধ্যে যে সব ফোন পাওয়া যায়, তাদের মধ্যে ডিসপ্লের দিক থেকে একেই সেরা বলা হচ্ছে।
advertisement
৯০০ নিটস পিক ব্রাইটনেসের জন্য আউটডোরেও ডিসপ্লে দেখায় কোনও অসুবিধা হবে না, সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে করনিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
পারফরমেন্স
স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট হালে দেশের বাজারে বেশ জনপ্রিয়, ফলে এদিক থেকেও Poco F4 5G গ্রাহকের মন জয় করবে। ৮০০ সিরিজ এসওসি নিয়েও গ্রাহকদের তরফ থেকে কোনও অসন্তোষ প্রকাশ পাওয়ার জায়গা নেই। তাই বলা হচ্ছে, ফোনের হার্ডওয়ার নিয়ে কোনও অভিযোগ করা যাবে না।
advertisement
গেম খেলা থেকে শুরু করে একাধিক কাজ- সব কিছুই মসৃণ ভাবে সামাল দেবে এই ফোন। একটানা ব্যবহার করে গেলেও ৬ ঘণ্টা চার্জ থাকবে ফোনে। আজকাল সব স্মার্টফোনে চার্জার থাকছে না, তবে এর ৬৭ ডবলু চার্জার ব্যাটারি কমে এলেও দ্রুত তা পুনরুদ্ধারে সাহায্য করবে।
আরও পড়ুন- Google পরিষেবা স্তব্ধ বিশ্বজুড়ে, উদ্বেগে কোটি কোটি ব্যবহারকারী
ক্যামেরা
advertisement
এই জায়গায় এসে কিন্তু Poco F4 5G নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। আউটডোরে এর ক্যামেরা কোয়ালিটি তুখোড়, কিন্তু ইনডোরে বা যখন আলো কমে আসবে, তখন ছবি তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এক্ষেত্রে এর ক্যামেরা সেন্সর খুব একটা ভাল পারফরমেন্স দেবে না। আরও দু'টো সেন্সর থাকলেও তাদের পারফরমেন্স একেবারেই প্রাথমিক মানের।
advertisement
তাহলে কি এই ফোন নেওয়া যায়?
view commentsপারফরমেন্স, ডিজাইন, ফাস্ট চার্জিং, ব্যাটারি লাইফ- এসব নিয়ে Poco F4 5G বেশ ঠিকঠাক ফোন, প্রত্যাশার চেয়েও বেশি বলাই যায়! তবে ভাল ক্যামেরা দরকার হলে এই ফোন কিনে ঠকতে হবে!
Location :
First Published :
August 10, 2022 4:37 PM IST