১৫ ডিসেম্বর লঞ্চ হচ্ছে POCO C65 স্মার্টফোন! কী কী ফিচার থাকছে, কত দাম দেখে নিন
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
POCO C65 স্মার্টফোন পাওয়া যাবে দুটি রঙে। প্যাস্টেল ব্লু এবং ম্যাট ব্ল্যাক। এতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
১৫ ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে POCO C65৫ স্মার্টফোন। পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্টে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো POCO C65-এরও একই ডিজাইন থাকছে। পাশাপাশি একই স্পেসিফিকেশন থাকবে বলেও আশা করা হচ্ছে।
ফ্লিপকার্ট ওয়েবসাইটের তালিকা অনুযায়ী, POCO C65 স্মার্টফোন পাওয়া যাবে দুটি রঙে। প্যাস্টেল ব্লু এবং ম্যাট ব্ল্যাক। এতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: ব্যাটারি সবসময় ফুল চার্জ, স্ক্রিন বাড়ানো-কমানো যাবে, ভবিষ্যতের ফোন দেখলে চোখ কপালে উঠে যাবে
advertisement
যে ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে: ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতে আত্মপ্রকাশ করবে POCO C65 স্মার্টফোন। স্মার্টফোনের গ্লোবাল সংস্করণের দিকে নজর দিলে ফোনের আসন্ন ভারতীয় সংস্করণের স্পেসিফিকেশনগুলির একটা আন্দাজ পাওয়া যেতে পারে।
advertisement
POCO C65-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৭২০ x ১৬০০ পিক্সেল, ৯০ এইচজেড রিফ্রেশ রেট এবং ৬০০ এনআইটিএস পিক ব্রাইটনেস সহ একটি ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। স্মার্টফোনের সামনের দিকে ওয়াটার ড্রপ আকারের খাঁজ, তাতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। স্ক্রিনের উপরে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস।
প্রসেসরের ক্ষেত্রে, POCO C65 Mediatek MT৬৭৬৯Z Helio G৮৫ চিপসেটে ১২nm প্রক্রিয়ার উপর ভিত্তি করে চলে এবং হাই গ্রাফিক্সের কাজ পরিচালনা করতে পারে এমন প্রসেসর দেওয়া হয়েছে যা Mali-G৫২ GPU-এর সঙ্গে যুক্ত থাকবে।
advertisement
আগেই বলা হয়েছে, POCO C65 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এর মধ্যে একটি ৫০ এমপি-র প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ এমপি-র মাইক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য, নতুন পোকো ফোনের সামনে একটি ৮MP শ্যুটার থাকবে। এই স্মার্টফোন ৫ হাজার mAh ব্যাটারি দ্বারা চালিত, যা ১৮W PD চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ করা যায়।
advertisement
ভারতে দাম যা হতে পারে: POCO C65 স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ৬ GB RAM/১২৮ GB স্টোরেজ এবং ৮ GB RAM/২৫৬ GB স্টোরেজ। POCO C65 গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬GB RAM/১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১১৯ ডলার। ভারতে এটা ১০ হাজারের কম দামে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ৮ GB RAM/২৫৬ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 7:37 AM IST