Phone Speed: মেমোরি খালি করতে হবে না! জেনে নিন ফোনের স্পিড বাড়ানোর সহজ কয়েকটি ট্রিক!
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Phone Speed: কয়েকটি সহজ বিষয় মেনে চললে ফোনের গতি সহজেই বাড়ানো যায়। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ফোনের স্পিড বাড়ানোর সহজ কয়েকটি উপায়।
নয়া দিল্লি: বর্তমান আমাদের প্রায় সকলের কাছেই ফোন হল একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ ফোনের মাধ্যমেই করা হয়। কিন্তু, ফোন ব্যবহার করার সময় যে জিনিস খুবই বিরক্ত করে, তা হল ফোনের ধীরগতি বা বার বার হ্যাং হওয়া। তবে জেনে রাখা প্রয়োজন যে, কয়েকটি সহজ বিষয় মেনে চললে ফোনের গতি সহজেই বাড়ানো যায়। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ফোনের স্পিড বাড়ানোর সহজ কয়েকটি উপায়।
ফোন আপগ্রেড –
নিজেদের ফোন ভালভাবে কাজ করার জন্য, এটিকে আপডেট করতে হবে। তাই ইউজাররা যদি চান যে, ফোনটি না থেমে মসৃণভাবে চলতে থাকুক তাহলে এটিকে লেটেস্ট ফার্মওয়্যার দিয়ে আপডেট করতে হবে। অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেডের সঙ্গে ফোনটি শুধু নতুন ফিচারই পায় না, এটি খুব দ্রুত চলতেও শুরু করে। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ফোন আপডেট করতে হবে।
advertisement
advertisement
অকেজো অ্যাপ –
আমাদের প্রায় সকলের ফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপ ফোনের মেমোরি খরচ করে এবং এর কিছু প্রসেসর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তাই যে অ্যাপগুলি ব্যবহার করা হয় না, সেগুলি ফোন থেকে ডিলিট করে দিতে হবে। এর ফলে অকেজো অ্যাপ ফোনে না থাকার ফলে সেই ফোনের স্পিড বেড়ে যেতে পারে।
advertisement
অ্যাপ আপডেট –
ফোনের মতো কোম্পানিগুলোও ফোনে উপস্থিত অ্যাপের জন্য নতুন আপডেট নিয়ে আসে। ফোনটিকে মসৃণ ভাবে চালাতে গেলে, গুগল প্লেতে গিয়ে চেক করতে হবে এবং আপডেট থাকলে সেই অ্যাপ আপডেট করতে হবে। এটি ফোনের কর্মক্ষমতা বৃদ্ধি করবে।
advertisement
লাইভ ওয়ালপেপার –
যখনই কেউ নিজেদের ফোনের স্ক্রিন চালু করেন, অনেক সময় লাইভ ওয়ালপেপার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। কিন্তু, লাইভ ওয়ালপেপার ফোনের পারফরম্যান্সের জন্য ভাল নয়।
ক্যাশে ক্লিন করা –
view commentsযখনই ইউজাররা ফোনে কিছু কাজ করেন বা ফোনে একটি ওয়েবসাইট ওপেন করেন, তখন কিছু ক্যাশে এবং কুকি সেই ওয়েবসাইটগুলির সঙ্গে আসে। তাই ফোনের ভাল গতির জন্য ইউজারদের সেই জাঙ্ক ফাইলটি ডিলিট করতে থাকা প্রয়োজন, যাতে RAM থেকে ক্যাশে ক্লিন হয় এবং ফোন দ্রুত চলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2023 4:51 PM IST










